জাতীয় সমবায় দিবস কাল

24

৪৬তম জাতীয় সমবায় দিবস ৪ নভেম্বর শনিবার। দিবসটি পালন উপলক্ষে সিলেট বিভাগীয় সমবায় দপ্তর ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছে। কর্মসূচীর মধ্যে রয়েছে সকাল ১০টায় সিলেটের জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য সমবায় র‌্যালী বের হবে। র‌্যালীটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রিকাবীবাজার গিয়ে শেষ হবে। র‌্যালী শেষে সকাল সাড়ে ১০টায় রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন। পরে উৎপাদনমুখী সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের জেলা প্রশাসক মোঃ রাহাত আনোয়ার, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আশফাক আহমদ। সভাপতিত্ব করবেন বিভাগীয় সমবায় দপ্তর সিলেটের যুগ্ম নিবন্ধক মোঃ খায়রুজ্জামান।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন সিলেট জেলা সমবায় কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও ৪৬তম জাতীয় সমবায় দিবস উদযাপন কমিটির সদস্য সচিব সজল চক্রবর্তী। বিজ্ঞপ্তি