বিপিএল উপলক্ষে এসএমপি’র নিরাপত্তায় গণবিজ্ঞপ্তি

42

সিলেট মেট্রোপলিটন এলাকার নাগরিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কাল শনিবার ৪ নভেম্বর হতে ৯ নভেম্বর পর্যন্ত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিটিএল-টি-২০ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। উক্ত টুর্নামেন্ট উপলক্ষে আজ শুক্রবার হতে ৯ নভেম্বর পর্যন্ত সিলেট মহানগরীর জননিরাপত্তা ও আগত দেশী-বিদেশী খেলোয়াড়ের সার্বিক নিরাপত্তা ও বিপিএল টি-২০ নির্বিঘেœ সম্পন্নের লক্ষ্যে সিলেট মেট্টোপলিটন পুলিশ প্রয়োজনুযায়ী নিরাপত্তামূলক পদক্ষেপ গ্রহণ করবে। এ ব্যাপারে সর্বসাধারণের সার্বিক সহায়তা কামনা করেছেন এসএমপি পুলিশ কমিশনারের পক্ষে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ আবদুল ওয়াহাব।
এছাড়া জনসাধারণকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে সন্দেহজনক ব্যাগ, থলে, পোটলা, সুটকেস, টিফিন ক্যারিয়ার বা এ জাতীয় কোন বস্তু পরিবহন না করার জন্য। কোন সন্দেহজনক ব্যক্তির চলাচল পরিলক্ষিত হলে সিলেট মেট্রোপলিটন পুলিশকে অবগত করার জন্য সর্বসাধারণের কাছে অনুরোধ করা হল। কোন আবাসিক এলাকায় সন্দেহজনক কোন ব্যক্তির অবস্থান ও নিরাপত্তার জন্য হুমকি হতে পারে এমন কোন বস্তুর সন্ধান পেলে তা তাৎক্ষণিকভাবে জরুরী প্রয়োজনে এসএমপি’র পুলিশ কন্ট্রোল রুম (২৪ ঘন্টা খোলা) ০১৭১৩৩৭৪৩৭৫, ০১৯৯৫১০০১০০, ০৮২১-৭১৬৯৬৮, ট্রাফিক কন্ট্রোল রুম ০৮২১-৭১৮০২৮, ডিবি কন্ট্রোল রুম ০৮২১-৭২০০৬৬ , ওসি, কোতয়ালি-০১৭১৩৩৭৪৫১৭, ওসি, জালালাবাদ-০১৭১৩৩৭৪৫২২, ওসি,এয়ারপোর্ট-০১৭১৩৩৭৪৫২১, ওসি, দক্ষিণ সুরমা-০১৭১৩৩৭৪৫১৮, ওসি,শাহপরান(র)-০১৭১৩৩৭৪৩১০, ওসি,মোগলাবাজার-০১৭১৩৩৭৪৫১৯ এবং পুলিশ কমিশনার-০১৭১৩-৩৭৪৫০৬, অতিঃ পুঃ কমিশনার- ০১৭১৩-৩৭৪৫০৭, ডিসি (সদর ও প্রশাসন) ০১৭১৩-৩৭৪৫০৮, ডিসি (উত্তর) ০১৭১৩-৩৭৪৫০, ডিসি (দক্ষিণ) ০১৭১৩-৩৭৪৫১০ ও ডিসি (ট্রাফিক) ০১৭১৩-৩৭৪৫১১ নাম্বার মোবাইল সমূহে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল। বিজ্ঞপ্তি