ওয়ার্ডের উন্নয়নই আমার মূল লক্ষ্য ——– কাউন্সিলর তৌফিকুল হাদী

34

সিলেট সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদীর উদ্যোগে ওয়ার্ডবাসীর সাথে উন্নয়ন ও সার্বিক বিষয় নিয়ে মতবিনিময়ের ধারাবাহিকতায় বৃহত্তর রাজারগলি ও দরগাহ গেইট এলাকার বাসিন্দাদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ অক্টোবর সোমবার সন্ধ্যায় স্থানীয় একটি হোটেলের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় কাউন্সিলর তৌফিকুল হাদী বলেন, আমার মেয়াদ কালীন এই চার বছরে এলাকার প্রধান সমস্যাগুলো চিহ্নিত করে যথাসম্ভব সমাধানের চেষ্টা করেছি এবং এতে এলাকাবাসীর সর্বোচ্চ সহযোগিতা পেয়েছি। গত নির্বাচনে আমকে ভোট দিয়ে নির্বাচিত করে ওয়ার্ডবাসীর সেবা করার সুযোগ দেওয়ার জন্য আমি ওয়ার্ডবাসীর কাছে কৃতজ্ঞ। এ সময় সৈয়দ তৌফিকুল হাদী আসন্ন সিটি নির্বাচনে আবারো প্রার্থী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং উপস্থিত সকলে তার উন্নয়ন কর্মকান্ডের ভূয়সী প্রশংসা কওে এই উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার জন্য আগামী নির্বাচনে তাকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
রাজারগলি সমাজ কল্যাণ সংঘের সভাপতি মোশারফ হোসেন জাহাঙ্গীরের সভাপতিত্বে ও মাহবুব আহমদ চৌধুরীর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আম্বরখানা বালিকা বিদ্যালয়ের কার্যকরী কমিটির সদস্য, রাজার গলি সমাজ ক্যলাণ সংঘের সাবেক সভাপতি মালেক হোসেন ইজ্জাদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাজার গলি সমাজ ক্যলাণ সংঘের সাবেক সভাপতি মাসুক হোসেন আফতাব, পায়রা সমাজ কল্যাণ সংঘের উপদেষ্টা মাহমুদুল হক মাসুম, রাজার গলি সমাজ ক্যলাণ সংঘের উপদেষ্টা ইউসুফ সাদ মিয়া, পায়রা সমাজ কল্যাণ সংঘের উপদেষ্টা সাদিক মিয়া, বিশিষ্ট ক্রীড়া সংগঠক, জিমখানা ক্লাবের সহ-সভাপতি সৈয়দ সাব্বির আহমদ, রাজার গলির প্রবীণ মুরুব্বি সৈয়দ শামসুল ইসলাম, রাজার গলি সমাজ ক্যলাণ সংঘের উপদেষ্টা সৈয়দ মুজিবুর রহমান, প্রবীণ মুরব্বি জহির আহমদ কোরেশী সাকিব, মুফতি রায়হান উদ্দিন মুন্না, কবির চৌধুরী, দরগাহ বাজার ব্যবসায়ী সমিতির সহ-সাধারণ সম্পাদক জেবুল হোসেন ফাহিম, রাজার গলি সমাজ কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক এস.এ. সাদাত।
সভায় আরো উপস্থিত ছিলেন, সুমন রাজা চৌধুরী, আব্দুর রাজ্জাক ছোট মিয়া, সৈয়দ আব্দুল মতিন, আব্দুল হামিদ, আনোয়ার হোসেন ইস্সাই, গৌছ আলী, দিলদার হক দিলু, সৈয়দ আব্দুল খালিক, মো. আতাউর রহমান, মোরশেদ আহমদ, এস.এম.এ. হক আমিন, জহিরুল ইসলাম, ইফতেখার আলম শিপলু, শওকত আলী, শহিদুল ইসলাম, এ.জে. মাসুদ রানা, সুয়েব খান পাকি, রফিক বখত সুহেল, নজির হোসেন, আজিমুজ্জামান, সৈয়দ আনামুল সামি, গোলাম মওলা চৌধুরী, সাদিকুর রহমান, নিয়াজ খান, জহির আহমদ, আজিম আহমদ, আরিয়ান সানি, সাইমুল ইসলাম জয়, মো. ফাহিম, আব্দুস সামাদ, জহিরুল ইসলাম, বদরুল ইসলাম, মোবাররত আঞ্জুম চৌধুরী, জসিম উদ্দিন, সেলিম আহমদ, হানিফ মিয়া, আহাদুল ইসলাম, আব্দুর রকিব কাবুল, ছদরুল আহমদ, তামিম হাসান সায়েম, মামুন আহমদ, ইব্রাহিম আল রাশেদ, ইয়াসিন আহমদ, ফাহিম আহমদ, সায়েম আহমদ, টিপু আহমদ, রাহি আহমদ, ইলিয়াস হোসেন, আব্দুল মকসুদ, আব্দুল হাফিজ চৌধুরী, নূর আহমদ চৌধুরী, মো. মইন উদ্দিন, তরিকুল ইসলাম, মুক্তার মুল্লা, ফজলুল করিম, কামরুল ইসলাম, সাইফুল ইসলাম, মামুনুর রশিদ, আব্দুর রাজ্জাক রিফাত, আহমদ উল্লাহ, নজমুল হোসেন, আব্দুল করিম প্রমুখ। বিজ্ঞপ্তি