সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের বার্ষিক প্রতিনিধি সভা ॥ মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে নাট্য আন্দোলনের বিকল্প নেই

26

সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের বার্ষিক প্রতিনিধি সভা গতকাল ৩১ অক্টোবর মঙ্গলবার বেলা সাড়ে ৫টায় সারদাহল নাট্য পরিষদের মহড়াকক্ষে অনুষ্ঠিত হয়। বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন নাট্য পরিষদের প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন। সভায় পরিষদের অন্তর্ভুক্ত ২১টি দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভার শুরুতেই শোক প্রস্তাব পাঠ করেন পরিষদের যুগ্ম সম্পাদক সুপ্রিয় দেব শান্ত, বিগত এক বছরের সাধারণ সম্পাদকের প্রতিবেদন পাঠ করেন নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, অর্থ প্রতিবেদন পাঠ করেন নাট্য পরিষদের অর্থ সম্পাদক ইন্দ্রানী সেন শম্পা। প্রতিবেদন পাঠের পর অনুষ্ঠিত হয় প্রতিবেদনের উপর মুক্ত আলোচনা। প্রতিনিধি সভায় উপস্থিত ছিলেন নাট্য পরিষদের অন্যতম পরিচালক চম্পক সরকার, কার্যনির্বাহী পরিষদের সভাপতি মিশফাক আহমেদ চৌধুরী মিশু, সহ-সভাপতি আফজাল হোসেন, প্রচার ও দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন তাপাদার, নির্বাহী সদস্য শান্তনু সেন তাপ্পু, অচিন্ত অমিত, তন্ময় নাথ তনু।
প্রতিনিধি সভায় গঠনতন্ত্র সংশোধনী কমিটি কর্তৃক প্রস্তাবিত খসড়া গঠনতন্ত্র প্রধান পরিচালক উপস্থাপন করেন। গঠনতন্ত্র সংশোধনের জন্য পাঁচ সদস্য বিশিষ্ট সংশোধনীয় কমিটির প্রস্তাবনা নিয়ে আলোচনা হয়। গঠনতন্ত্র সংশোধনীয় দলসমূহকে প্রস্তাবিত গঠনতন্ত্র পুঙ্খানুপঙ্খুভাবে দেখে পরবর্তী সাতদিনের মধ্যে লিখিতভাবে সুনির্দিষ্ট মতামত জানানোর অনুরোধ জানানো হয়। সভায় আলোচনায় অংশ নেন এনামুল মুনীর, বাবুল আহমেদ, আমিনুল ইসলাম চৌধুরী লিটন, শামসুল বাছিত শেরো, আমিরুল ইসলাম, হুমায়ুন কবীর জুয়েল সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ। বিজ্ঞপ্তি