রোহিঙ্গাদের সমবেদনা জানিয়ে আমাদের ডাকের প্রকাশনা স্মরণীয় হয়ে থাকবে ————ফয়সল মাহমুদ

29

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার ফয়ছল মাহমুদ বলেছেন, রোহিঙ্গাদের সমবেদনা জানিয়ে আমাদের ডাকের বিশেষ প্রকাশনা চিরদিন স্মরণীয় হয়ে থাকবে। কবি আলিম উদ্দিন আলম আমাদের ডাক নিয়ে যে পরিশ্রম করেছেন তাতে আশা করা যায়, আমাদের ডাক একদিন সকলের ডাকে পরিণত হবে। তিনি বলেন, মিয়ানমারের রোহিঙ্গাদের পাশে আজ সকল শ্রেণী-পেশার মানুষ দাঁড়াচ্ছেন। সরকারসহ দেশবাসী তাদের সহযোগিতায় হাত বাড়াচ্ছেন। রোহিঙ্গা নির্যাতন বন্ধ করে মিয়ানমার তাদের নাগরিকদের ফিরিয়ে নেয়ার জন্য সরকার কূটনৈতিকভাবে চাপ সৃষ্টি করছে। তাই রোহিঙ্গা সমস্যা সমাধানে গণমাধ্যমকেও ভূমিকা রাখতে হবে।
শনিবার সন্ধ্যায় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ মিলনায়তনে রোহিঙ্গাদের সমবেদনা জানিয়ে প্রকাশিত আমাদের ডাকের বিশেষ সংখ্যা প্রকাশনা অনুষ্ঠান ও আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
আমাদের ডাকের প্রধান উপদেষ্টা, সাংবাদিক আফতাব চৌধুরীর সভাপতিত্বে ও আমাদের ডাকের সম্পাদক কবি আলিম উদ্দিন আলমের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও আমাদের ডাকের উপদেষ্টা সৈয়দ মিসবাহ্ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক সবুজ সিলেটের বার্তা সম্পাদক কবি ছামির মাহমুদ, অতিথির বক্তব্য রাখেন দৈনিক সিলেটের ডাকের সাহিত্য সম্পাদক কবি অ্যাডভোকেট আব্দুল মুকিত অপি, সেতুবন্ধন সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কবি কামাল আহমদ।
আমাদের ডাকের পাঠক ফোরামের দোয়ারা উপজেলার সদস্য সচিব গল্পকার আবু জাফর মোহাম্মদ সালেহর পরিচালনায় বক্তব্য রাখেন, কবি রেবেকা জাহান রুজি, কবি সেলিনা কামাল, আমাদের ডাক পাঠক ফোরাম কানাইঘাট উপজেলা সভাপতি শিপুল আমিন চৌধুরী, সহসভাপতি ইমরান আহমদ, আমাদের ডাকের প্রতিনিধি রহমত উল্লাহ, জকিগঞ্জ উপজেলা আহবায়ক কবি আহমেদ মিজান, দোয়ারা উপজেলা সভাপতি মিসবাহ উদ্দিন জামিল, সদস্য সচিব দেলোয়ার হোসাইন, আব্দুর রহমান উজ্জল, আশরাফুল ইসলাম, শিব্বির আহমদ, মিনহাজ উদ্দিন, মাজহারুল ইসলাম, নাসির আহমেদ। বিজ্ঞপ্তি