পুলিশ জনগণের সেবক, তাদেরকে সম্মান করতে হবে – প্রতিমন্ত্রী এমএ মান্নান

22

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কমিউনিটি পুলিশং ডে পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার জগন্নাথপুর থানা পুলিশের উদ্যোগে এবং অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নানের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় আবদুস সামাদ আজাদ অডিটোরিয়ামে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আকমল হোসেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ, জগন্নাথপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার মাহবুব আলম। জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরীর সভাপতিত্বে ও এসআই হাবিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, পাটলি ইউপি চেয়ারম্যান সিরাজুল হক, শিক্ষক সুদীপ ভট্টাচার্য্য, সাংবাদিক শংকর রায়, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না প্রমুখ। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ আনোয়ার হোসেন ও গীতাপাঠ করেন শিক্ষক গণেশ চক্রবর্তী। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জের সহকারি পুলিশ সুপার বিল্লাল হোসেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন ও জগন্নাথপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুন নুর।
সভায় সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য মাহতাবুল হাসান সমুজ, জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) মঈন উদ্দিন, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক, উপজেলা আ.লীগের সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলী, পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, পৌর আ’লীগের সভাপতি ডা. আবদুল আহাদ, সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, আশারকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আইয়ূব খান, পাইলগাঁও ইউপি চেয়ারম্যান মখলুছ মিয়া, মিরপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জমির উদ্দিন, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি হাজী আবদুল গফুর, আশারকান্দি ইউনিয়ন আ.লীগের সভাপতি আজাদ আলী কবেরী, সাধারণ সম্পাদক আবুল কয়েস ইছরাইল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুমেন আহমদ, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূইয়া, সৈয়দ জিতু মিয়া, কলকলিয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক আবদুল আহাদ, উপজেলা যুবলীগ নেতা রাদেশ দেবনাথ, জেলা ছাত্রলীগ নেতা মামুন আহমদ, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি তোহা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সজিব রায় দুর্জয় সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ, দলীয় নেতাকর্মী, সর্বস্তরের জনতা, পুলিশের সকল কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেন, পুলিশ জনগণের সেবক। তাদেরকে সম্মান করতে হবে। তবে পুলিশকেও তাদের যথাযথ দায়িত্ব পালন করতে হবে। সেই সাথে পুলিশ যেন জনগণের সঠিক সেবা দিতে পারে, এ জন্য সরকার পুলিশের বেতন-ভাতা বৃদ্ধি করেছে। তিনি জনগণের প্রতি আহবান জানিয়ে বলেন, আগামি জাতীয় সংসদ নির্বাচনে আপনারা আমাকে নৌকা প্রতীকে আবারো নির্বাচিত করুন। আমি আপনাদের কল্যাণে কাজ করে যাব।
এছাড়া উপজেলার লামা টুকের বাজার এলাকায় পৃথক মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী এমএ মান্নান।