জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড অর্জনে ইনোভেটরকে শুভেচ্ছা জ্ঞাপন ॥ বইয়ের আলোয় একদিন আলোকিত হবে গোটা বাংলাদেশ

44

সিলেটের রাজনীতিক, জনপ্রতিনিধি, সাংবাদিক, সাংস্কৃতিক বক্তিত্ব, সমাজসেবী এবং সুশীল সমাজের প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলো বইপড়া উৎসবের প্রবর্তক জীবনমান উন্নয়ন প্রয়াসী সংস্থা ইনোভেটর। জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ২০১৭ অর্জন করায় ইনোভেটরকে এ শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। শনিবার বিকেলে নগরীর নজরুল একাডেমী মিলনায়তনে এ উপলক্ষে এক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠানের আয়েজান করা হয়। এ সময় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের বইপাঠের মাধ্যমে ইনোভেটর তরুণ প্রজন্ম কে যে দেশপ্রেমের শিক্ষা দিচ্ছে তা অনুকরণীয়। তারা বলেন, এক যুগ ধরে ইনোভেটর শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির বিরুদ্ধে যে যুদ্ধ করছে, জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড সেই বুদ্ধিবৃত্তিক যুদ্ধের একটি বড়ো জয়। ইনোভেটর বইপড়ার মাধ্যমে তারুণ্যের মনোজগতে যে আলো জ্বালিয়ে দিচ্ছে সে আলোয় একদিন আলোকিত হবে গোটা বাংলাদেশ।
অনুষ্ঠানের শুরুতে বইপড়া উৎসবের পথচলা নিয়ে বক্তব্য রাখেন ইনোভেটরের নির্বাহী সঞ্চালক প্রণবকান্তি দেব। প্রতিক্রিয়া ব্যক্ত করেন ইনোভেটরের প্রধান সমন্বয়কারী জান্নাতুল ফেরদৌসী তারিন। বইপড়া উৎসব এ নানা সময়ের পৃষ্ঠপোষক ও সহযোগিদের কৃতজ্ঞতা জানান ইনোভেটরের মুখ্য সঞ্চালক, সিটি কাউন্সিলর রেজওয়ান আহমদ। মহান জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া এ অনুষ্ঠানে শুভেচ্ছা জ্ঞাপন করেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট মোঃ লুৎফুর রহমান, জেলা আওয়মীলীগের সাধারন সম্পাদক ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক আল-আজাদ, জেলা প্রেস ক্লাব এর সভাপতি আজিজ আহমদ সেলিম, রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট এর সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল, সম্মিলিত নাট্য পরিষদ এর সভাপতি মিশফাক আহমদ মিশু, অন্বেষা শিল্পীগোষ্ঠীর সভাপতি শামসুল আলম সেলিম,সিলেট জেলা প্রেস ক্লাব এর সাধারন সম্পাদক শাহ দিদার আলম নবেল, সিলেট সাহিত্য পরিষদ এর সভাপতি কবি পুলিন রায়, সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতির সভাপতি মেহেদী কাবুল এবং কবি খালেদ-উদ-দীন, সিলেট মডেল ইউনাইটেড ন্যাশন এর সভাপতি মোঃ মতিউর রহমান আলেক, ইয়ং বাংলার পক্ষ থেকে মোঃ আলী রুমেল ও বইপড়া উৎসবের প্রাক্তন সেরা পাঠক ফারহানা আহমেদ সুহা। অনুষ্ঠানের শুরুতে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড এ ইনোভেটরের প্রতিনিধিত্বকারী জান্নাতুল ফেরদৌসী তারিন কে ফুলেল শুভেচ্ছা জানান ইনোভেটরের সংগঠক প্রভাষক সমুন রায়, সুবিনয় আচার্য্য, শাওন আহমদ, মোঃ সুহান মিয়া, বুরহান রব্বানী, মীর মিশকাত মৌ, রুবেল রাজ, প্রমুখ। বিজ্ঞপ্তি