গণতন্ত্র পুনরুদ্ধারে যুবদলকে রাজপথে থাকতে হবে – নাছির চৌধুরী

24

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার দিরাই উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দিরাই-শাল্লার সাবেক এমপি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য নাছির উদ্দিন চৌধুরী বলেছেন, দেশজাতি এক কঠিন সময় পারকরছে। মানুষের জানমালের কোন নিরাপত্তা নেই। মানুষের কথা বলা এবং সভাসমাবেশ করার অধিকার হরণ করেছে এ অবৈধ সরকার। গণতন্ত্র আজ পরবাসে। সেই গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য যুবদলকে রাপথে আসতে হবে। তিনি স্থানীয় সমস্যা উল্লেখ করে বলেন, রাজনীতি হচ্ছে মানুষের জন্য। এ অবৈধ সরকারের পিআইসি ও ঠিকাদাররা মিলে কোটি কোটি টাকা দুর্নীতি করে হাওর ডুবিয়েছে। কৃষকরা আজ দিশে হারা। আগামী হাওর রক্ষা বাাঁধের কাজ শুরু হলে যুবদলকে তদারকি করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা বাস্তবায়নে মোটা চাওল ও মোটা কাপড়ের নিশ্চয়তা দিতে হবে সকল মানুষকে। তিনি আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করার জন্য নেতাকর্মীদের নিজ নিজ কেন্দ্র থেকে কাজ শুরু করার নির্দেশ দেন।
দিরাই উপজেলা যুবদলের সভাপতি মঈন উদ্দিন চৌধুরী মাসুকের সভাপতিত্বে ও যুবদল সাধারণ সম্পাদক ফারুক সরদারের সঞ্চালনায় স্থানীয় বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিরাই উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী। বক্তব্য রাখেন, পৌর যুবদলের সাধারণ সম্পাদক সুহেল আহমেদ, ভাটিপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি সৈদুর রহমান তালুকদার, রাজানগর ইউনিয়ন যুবদলের সভাপতি রেনু মিয়া, সরমঙ্গল ইউনিয়ন যুবদলের সভাপতি জালাল, করিমপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান, জগদল ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন লেবু, তাড়ল ইউনিয়ন সভাপতি আলী আহমদ, কুলঞ্জ ইউনিয়ন সভাপতি হাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, দপ্তর সম্পাদক আবু সাইদ চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক একে কুদরত পাশা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, এডভোকেট ইকবাল চৌধুরী, উপজেলা স্বেচ্ছা সেবকদল সাধারণ সম্পাদক সজিব রশিদ চৌধুরী, উপজেলা কৃষক দলের সভাপতি সুজাত চৌধুরী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, উপজেলা ছাত্রদল সভাপতি শাহ আলম, পৌর ছাত্রদলের সভাপতি ওবায়দুর চৌধুরী মিশু, পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক গুলজার চৌধুরী প্রমুখ।