খান বাহাদুর আছদ্দর আলী খান ওয়াকফের মোতাওয়াল্লী শের আলী খানের দাফন সম্পন্ন

126

দক্ষিণ সুরমার বিশিষ্ট সালিশী ব্যক্তিত্ব খান বাহাদুর আছদ্দর আলী খান ওয়াকফ ষ্টেটের মোতাওয়াল্লী শের আলী খানের জানাযার নামাজ শুক্রবার দুপুর আড়াইটায় মরহুমের বিরাহীমপুরস্থ নিজ বাড়ীতে অনুষ্ঠিত হয়।
জানাযার নামাজে ইমামতি করেন জালালপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জফর উদ্দিন মোঃ আব্দুল মোনায়েম।
জানাযায় বিএনপি, আওয়ামীলীগ, জাতীয় পার্টি, জামাত, জাসদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, বিভিন্ন পেশার লোকজন সহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। জানাযা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। জানাযা পূর্ব সমবেত মুসল্লীদের উদ্দেশ্যে মরহুমের পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন শের আলী খানের পুত্র বাবর আলী খান, জাহাঙ্গির আলী খান ও তার ভাগিনা মহানগর জাসদের সভাপতি জাকির হোসেন।
সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি আব্দুল আহাদ খান জামালের পরিচালনায় অনুষ্ঠিত জানাযা পূর্ব সভায় বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক এমপি বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিম, বিএনপি নির্বাহী কমিটির সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সিলেট জেলা বারের সাবেক সভাপতি একেএম সামিউল আলম, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, সুনামগঞ্জ জেলা জাপার সাধারণ সম্পাদক আবু নছর কনা মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মালিক, সৈয়দ মকবুল হোসেন মাখন, সিলাম ইউপি চেয়ারম্যান ইকরাম হোসেন বক্ত।
জানাযার নামাজে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আবু জাহিদ, সিলেট জেলা বারের সাবেক সভাপতি একেএম শিবলী, জেলা বিএনপির সহ সভাপতি এডভোকেট আশিক উদ্দিন, ফালকুজ্জামান জগলু, মহানগর বিএনপির সহ সভাপতি কাউন্সিলর সৈয়দ মিছবাহ উদ্দিন, যুগ্ম সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, কাউন্সিলর তৌফিকুল হাদী, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তাজরুল ইসলাম তাজুল, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইমাদ উদ্দিন নাসিরী, আওয়ামীলীগ নেতা আব্দুর রাজ্জাক, জেলা ছাত্রদলের সভাপতি সাইদ আহমদ, মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি ফখরুল ইসলাম, লোকমান আহমদ, জেলা ছাত্রদলের সহ সভাপতি লিটন আহমদ, যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ূম, মহানগর ছাত্র শিবিরের সাবেক সভাপতি শিপার আহমদ প্রমুখ।
উল্লেখ্য, শের আলী খান বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের চাচা শ্বশুর এবং সাবেক মন্ত্রী ও নৌ বাহিনীর প্রধান রিয়াল এডমিরাল মাহবুব আলী খানের চাচাতো ভাই। বিজ্ঞপ্তি