সড়ক দুর্ঘটনায় আহত বাস চালক মোস্তাক খান এর মৃত্যু

45

ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদী জেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বাস চালক মোঃ মোস্তাক খাঁন মারা গেছেন। তিন দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। বুধবার বিকেল ৫ টা ৫ মিনিটে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃস্বাস ত্যাগ করেন। ( ইন্না…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর। তিনি চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ভোলা খানের ছেলে। মোস্তাক খাঁন দীর্ঘদিন ধরে সিলেট নগরির ২৬ নং ওয়ার্ডের কদমতলীতে বসবাস করে আসছেন।
গত ২৩ অক্টোবর ভোর ৫ টা ৪৫ মিনিটে মোস্তাক খাঁন মিতালী পরিবহনের একটি বাস চালিয়ে ঢাকা থেকে সিলেট আসার পথে দুর্ঘটনার কবলে পড়েন। এ সময় তিনি গুরুতর আহত হলে তাকে ঢাকায় না নিয়ে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। এখানে চিকিৎসারত অবস্থায় মারা যান তিনি। মোস্তাক খাঁন সিলেট ঢাকা মিতালী রোড শ্রমিক উপ-কমিটির শাখার সদস্য ছিলেন। বিজ্ঞপ্তি