মানবের সম্মিলিত সহাবস্থানই বিশ্বে শান্তি আনতে পারে ——–ড. আতি উল্যাহ

71

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের প্রধান অধ্যাপক ড. আতি উল্যাহ বলেছেন, প্রবাস জীবন অনেক কষ্টের। অবশ্য বিজ্ঞানের অগ্রগতির কারণে এখন আমরা কেউ কারো থেকে তেমন দূরে নই। তবে বিজ্ঞানকে মানবতার কাজে ব্যবহার করতে হবে। মানবের সম্মিলিত সহাবস্থানই বিশ্বে শান্তি আনতে পারে। তাই বিশ্বের প্রতিটিন দেশে মানবের সহাবস্থান নিশ্চিত করতে হবে। আমাদের মনে রাখতে হবে, দোষাদোষির খেলায় কারো জিত হয় না, ক্ষতি ছাড়া। এ ধরনের কার্যকলাপ বন্ধ করতে হবে । প্রবাসীদের টাকায় দেশের অর্থনীতির চাকা ঘুরছে। এটা অস্বীকার করার উপায় নেই। প্রবাসীরা বাংলাদেশের আর্ত সামাজিক উন্নয়নে অবদান রেখে চলছেন। তাদের কাছে আমরা দেশবাসী কৃতজ্ঞ।
গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে সমাজসেবায় প্রবাসীদের করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। গত ২৪ অক্টোবার মঙ্গলবার সন্ধ্যায় নগরীর আম্বরখানাস্থ একটি হোটেলের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। এতে দেশে অবস্থানরত গোয়াইনঘাটের অনেক প্রবাসী ও সিলেট নগরীতে বসবাসকারী গোয়াইনঘাটবাসী ও বিশিষ্টজন উপস্থিত ছিলেন।
গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব আব্দুল মুবিনের সভাপতিত্বে ও গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মঞ্জুর আহমদ এবং এম.এ. মান্নান ও আখতারুজ্জামানের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্যে গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী এই আয়োজন ও উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, এই সংগঠনের পরিকল্পনা বাস্তবায়নে গোয়াইনঘাটবাসী তাদের পাশে রয়েছে এবং থাকব। বিশেষ অতিথির বক্তব্যে জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন এই আয়োজনকে ঐতিহাসিক উল্লেখ করে বলেন, ৩২টি দেশে গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যান পরিষদ ঐক্যবদ্ধ হয়েছে মানবতার কল্যাণে। নিঃসন্দেহে এটি দুঃসাহসিক কাজ। সিলেটস্থ গোয়াইনঘাট এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক এম এ রহীম গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের সফলতা কামনা করে, গোয়াইনঘাটের শিক্ষার উন্নয়নে ব্যাপক শিক্ষা বৃত্তি চালু করার দাবী জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের সদস্য তামান্না আক্তার হেনা, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসরিন জাহান ফাতেমা, দরবস্ত ইউ.পি. চেয়ারম্যান বাহারুল ইসলাম বাহার, লেংগুড়া ইউ.পি. চেয়ারম্যান মাহবুবুর রহমান, তোয়াকুল ইউপি চেয়ারম্যান খালেদুর রহমান, রুস্তমপুর ইউ.পি. চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব, পশ্চিম জাফলং ইউ.পি. সাবেক চেয়ারম্যান এম এ রহিম, সিলেট প্রেসক্লাবের সাবেক সেক্রেটারি সিরাজুল ইসলাম, সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ সভাপতি গোলজার আহমেদ হেলাল, সাপ্তাহিক একে নিউজ মিডিয়ার সম্পাদক ও গোয়াইনঘাট উন্নয়ন ফোরামের চেয়ারম্যান আনোয়ার হোসাইন, চাষি কল্যাণ সমিতি সিলেট জেলা উত্তর সভাপতি আলহাজ্ব সাইদুর রহমান, বিএ পি নেতা জসিম উদ্দিন, সিলেট জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি এম.এ. মতীন, যুব নেতা আতিকুর রহমান।
গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যণ পরিষদের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এম এ মান্নান, কেন্দ্রীয় প্রচার সম্পাদক আতিকুর রহমান, লেবানন শাখার সভাপতি আফাজ উদ্দিন, দুবাই শাখার সেক্রেটারি আখতারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক শাহনুর আহমদ, কাতার শাখার উপদেষ্টা সেলিম আহমদ, দুবাই শাখার উপদেষ্টা কামাল হোসেন। বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জৈন উদ্দিন, আলিরগাঁও ইউ.পি.’র সাবেক চেয়ারম্যান ও গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা আমেরিকা প্রবাসী আবুল কাশেম আনোয়ার সাদাৎ, শাহজালাল কলেজের প্রিন্সিপাল মাহবুবুর রহমান হাছিব, রুস্তমপুর কলেজের প্রিন্সিপাল কামরুল ইসলাম শেরগুল, পিয়াইনগুল জামেয়া সালুটিকরের প্রিন্সিপাল মাওলানা আসাদুজ্জামান, গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের সভাপতি বেলাল উদ্দিন আল আজাদ, সহ ভাপতি এইচ কে শরিফ সালেহিন, সেক্রেটারি রিয়াজুল ইসলাম, প্রচার সম্পাদক কাওছার রাহাত, সদস্য আশরাফুল ইসলাম, বেতার শ্রোতা ক্লাব সিলেটের সহসভাপতি আহসান উদ্দিন, সালুটিকর বার্তার নির্বাহী সম্পাদক মোহাম্মদ আলী মাজেদ, জামিল আহমদ, আব্দুল হক, ছাত্রনেতা ইমরান আহমদ, ছিদ্দিকুর রহমান, মিজানুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি