জগন্নাথপুরে জাতীয় স্যানিটেশন মাস পালিত

45

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে আনুষ্ঠানিক ভাবে জাতীয় স্যানিটেশন মাস পালিত হয়েছে। বুধবার দুপুরে জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে এবং এনজিও সংস্থা ব্র্যাক ওয়াসের সহযোগিতায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ এলাকা প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
র‌্যালিতে সুনামগঞ্জ জেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আকমল হোসেন, উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবদুর রব সরকার, উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) রফিকুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়াহিদুল আবরার, উপজেলা সমবায় কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. শামসুদ্দিন, সিনিয়র সাংবাদিক শংকর রায়, আ’লীগ নেতা দ্বীপক কান্তি দে দিপাল, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, এনজিও সংস্থা ব্র্যাক জগন্নাথপুর উপজেলা এরিয়া ম্যানেজার তাজ উদ্দিন, ব্র্যাক কর্মকর্তা রেজাউল করিম, কালি চরণ রায়, মিজান সরদার, আবদুল মান্নান, সমাজ সেবক কাছা মিয়া, ছাত্রলীগ নেতা সজিব রায় দুর্জয় সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষিকা ও শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।