৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৫৩৭৯

38

কাজিরবাজার ডেস্ক :
৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন পাঁচ হাজার ৩৭৯ জন। বুধবার বিকালে বাংলাদেশ কর্মকমিশন (পিএসসি) এ ফল প্রকাশ করেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক। তিনি বলেন, ৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষায় বিভিন্ন ক্যাডারে পাঁচ হাজার ৩৭৯ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে সাধারণ ক্যাডারে দুই হাজার ৯৪৩ জন, সাধারণ ও কারিগরি উভয় ক্যাডারে এক হাজার ৭০১ জন, কারিগরি ক্যাডারে ৭৩৫ জন রয়েছেন।
এছাড়াও সহকারী সার্জেন্ট ক্যাডারে ৪৩৪ জন ও সহকারী ডেন্টাল সার্জেন্ট ক্যাডারে সাতজন কৃর্তকার্য হয়েছেন। কিছুক্ষণ পর পিএসসির ওয়েবসাইটে এ ফল পাওয়া যাবে।
তবে ৩৭তম বিসিএসে মোট পদ রয়েছে এক হাজার ২২৬টি। এরমধ্যে সাধারণ ক্যাডারে পদ রয়েছে ৪৬৫টি। সহকারী সার্জন রয়েছে ২৭২টি, কারিগরি ২৬৫টি, শিক্ষায় ২২৪টি পদ রয়েছে।
গত ২৩ মে ৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষা শেষ হয়। এর আগে, গত বছরের ১ নভেম্বর ৩৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল ঘোষণা করা হয়। এতে উত্তীর্ণ হন আট হাজার ৫২৩ জন। বিসিএসের ইতিহাসে ওইবার খুব কম সময়ের মধ্যে প্রথম ধাপের ফল ঘোষণা করা হয়।
প্রসঙ্গত, প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে এক হাজার ২২৬ জনকে নিয়োগ দিতে গত বছরের ২৯ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।