ওসি যোগদানের এক দিনের মাথায় বিয়ানীবাজারে একই রাতে দুই প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

27

বিয়ানীবাজার থেকে সংবাদদাতা :
বিয়ানীবাজারে একই রাতে দু’প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতি সংঘটিত হয়েছে। এতে ডাকাতদল নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে নির্বিঘেœ পালিয়ে যায়। শাহলালাল মুন্সী থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদানের একদিনের মাথায় ডাকাতির ঘটনায় উপজেলাজুড়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করার খবর পাওয়া গেছে।
জানা যায়, বিয়ানীবাজার পৌর এলাকার সুপাতলা গ্রামের লন্ডন প্রবাসী মাওলানা মুদরিছ আলীর বাড়িতে সোমবার দিবাগত রাত প্রায় দু’টায় ডাকাতদল প্রবেশ করে। এ সময় তারা বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৩৫ হাজার টাকা, ৫ ভরি স্বর্ণ, দামি মোবাইল ফোনসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার জিনিসপত্র নিয়ে নির্বিঘেœ পালিয়ে যায়। তবে স্থানীয় পৌর কাউন্সিলর আব্দুল কাইয়ুম বলেন, এখানে ডাকাতির মতো কোন ঘটনা ঘটেনি।
অপরদিকে শেওলা ইউনিয়নের দিঘলভাগ গ্রামে এক সৌদি প্রবাসীর বাড়িতে মঙ্গলবার দিবাগত রাত দু’টায় ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা স্বর্ণালংকার, নগদ টাকাসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মূল্যবান সামগ্রী লুট করে পালিয়ে যায়।
দীঘলভাগ এলাকার লালা মিয়ার বাড়িতে ১০/১২ জনের ডাকাতদল হানা দেয়। ঘরে কেসিসির গেইটের তালা দরজা ভেঙ্গে ভেতওে প্রবেশ করে। লালা মিয়া ও তার প্রবাসী পুত্র রাজু ডাকাতদের উপস্থিতি টের পেয়ে বাধা দিতে গেলে ডাকাতদের হামলার শিকার হন। পরে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতদল ২২ভরি স্বর্ণ, নগদ ১ লাখ ৮৫ হাজার টাকা, মোবাইল ফোনসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মূল্যবান মালামাল লুট করে পালিয়ে যায়।
বিয়ানীবাজার থানার নবাগত অফিসার ইনচার্জ শাহজালাল মুন্সী বলেন, খবর পেয়ে আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তিনি বলেন, চুরি-ডাকাতি রোধ করতে পুলিশ তৎপর রয়েছে। এমনকি এ ঘটনায় জড়িতদের শীঘ্রই গ্রেফতার করতে পুলিশ সোর্স নিয়োগসহ তল্লাশী অভিযান অব্যাহত রেখেছে। শাহজালাল মুন্সী যেকোন অপরাধীর খবর পেলে পুলিশকে জানানোর আহ্বান জানিয়েছেন।