রোটারিয়ান কামাল উদ্দিন স্মৃতি বৃত্তি পরীক্ষা ২০১৭ সম্পন্ন

63

স্টাফ রিপোর্টার :
রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের উদ্যোগে ২২তম রোটারিয়ান কামাল উদ্দিন স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০১৭ সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার (২৪ অক্টোবর) দক্ষিণ সুরমাস্থ মোহাম্মদ মকন উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে এ স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বৃত্তি পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের নেতৃবৃন্দ।
কেন্দ্র পরিদর্শন করেন রোটারী ক্লাব সিলেট সেন্ট্রালের প্রেসিডেন্ট রোটারিয়ান সাব্বির আহমদ, সেক্রেটারি রোটারিয়ান মোহাম্মদ শামসুদ্দিন, আই.পি.পি. রোটারিয়ান এডভোকেট শহিদুল ইসলাম, ভাইস-প্রেসিডেন্ট রোটারিয়ান ইঞ্জিনিয়ার রুহুল আলম, রোটারিয়ান বিকাশ কান্তি দাশ, রোটারিয়ান আহমেদ রশিদ চৌধুরী, রোটারিয়ান আলী হোসেন, মোহাম্মদ মকন উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. শহিদুর রব প্রমুখ।
বৃত্তি পরীক্ষায় দক্ষিণ সুরমা নছিমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়, বিবিদইল বালিকা উচ্চ বিদ্যালয়, সিলাম পি.এল বহুমুখী উচ্চ বিদ্যালয়, মোহাম্মদ আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয়, বৈরাগী বাজার উচ্চ বিদ্যালয়, নবারুন উচ্চ বিদ্যালয়, কায়েস্তরাইল ইচ্চ বিদ্যালয়, হাজী রাশীদ আলী উচ্চ বিদ্যালয়, সিরাজ উদ্দিন আহমদ একাডেমী, হযরত শাহজালাল (রা:) উচ্চ বিদ্যালয়, জালালাবাদ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়, মোহাম্মদ মকন উচ্চ বিদ্যালয় ও কলেজ, বলদী আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়, সাউথ সুরমা উচ্চ বিদ্যালয়, প্রগতি উচ্চ বিদ্যালয়, সিলেট সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়, কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয় ও সিলেট সরকারী অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।