নিউজ নেটওয়ার্কের সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা শুরু

46

স্টাফ রিপোর্টার :
নিউজ নেটওয়ার্কের উদ্যোগে ও ইউনেস্কো’র সহায়তায় দুই দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় সিলেট প্রেসক্লাবের আমীনূর রশীদ চৌধুরী মিলনায়তনে দি সেইফটি অব জার্নালিস্টস শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় সিলেটে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ২১ জন সাংবাদিক অংশগ্রহণ করেছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। নিউজ নেটওয়ার্ক সিলেটের কো-অর্ডিনেটর সিলেট প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি মুকতাবিস-উন-নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নিউজ নেটওয়ার্কের সম্পাদক বিশিষ্ট সাংবাদিক শহীদুজ্জামান। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, একটি গুরুত্বপূর্ণ বিষয়ে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন হয়েছে। অংশগ্রহণকারী সাংবাদিকবৃন্দ এই কর্মশালার মাধ্যমে নিজেদের নিরাপত্তার বিষয়ে আরো কৌশলি এবং সচেতন হতে পারবেন।
অংশগ্রহণকারী সাংবাদিকরা হচ্ছেন- আরটিভির স্টাফ রিপোর্টার কামকামুর রাজ্জাক রুনু, দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার আব্দুর রশিদ মো. রেনু, দৈনিক নয়া দিগন্তের স্টাফ রিপোর্টার মো. আফতাব উদ্দিন, বাংলা টিভির বিশেষ প্রতিনিধি সাহাব উদ্দিন শিহাব, দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার ফয়সল আহমদ বাবলু, ইকরা বাংলা টিভির সিলেট প্রতিনিধি আহমাদ সেলিম, চ্যানেল নাইনের স্টাফ রিপোর্টার দেবাশীষ দেবু, দৈনিক কালের কন্ঠের স্টাফ রিপোর্টার ইয়াহইয়া ফজল, দৈনিক সিলেটের ডাকের স্টাফ রিপোর্টার আবু সাঈদ মো. নোমান, চ্যানেল আইয়ের সিলেট প্রতিনিধি সাদিকুর রহমান সাকি, এনটিভির সিলেট প্রতিনিধি মারুফ আহমদ, দৈনিক কাজিরবাজারের স্টাফ রিপোর্টার সিন্টু রঞ্জন চন্দ, ডিবিসি নিউজের ব্যুরো প্রধান প্রত্যুষ তালুকদার, দৈনিক সিলেট বাণীর স্টাফ রিপোর্টার এনামুল হক, দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার মুনশী ইকবাল ও মো. শাফী আহমদ, দৈনিক প্রথম আলোর রিপোর্টার মানাউবী সিংহ শুভ, দৈনিক বিজয়ের কন্ঠের নিউজ ইনচার্জ দেবব্রত রায় দিপন, চ্যানেল এস’র রিপোর্টার হোসাইন আহমদ সুজাত, চ্যানেল ২৪ এর স্টাফ রিপোর্টার মাইদুল ইসলাম রাসেল ও দৈনিক সবুজ সিলেটের স্টাফ রিপোর্টার জায়েদ আহমদ।