বালাগঞ্জ ডিএন মডেল উচ্চ বিদ্যালয়ে ৫৩ কোটি ১ লক্ষ ৪৬ হাজার টাকা মূল্যের ভূমি দান

47

ওসমানীনগর থেকে সংবাদদাতা :
বালাগঞ্জ ডিএন মডেল উচ্চ বিদ্যালয়কে জাতীয়করণ করা হয়েছে। জাতীয়করণের পর স্কুলের ভূমি দাতারা সরকারের নামে দলিল সম্পাদন (ডিড অব গিফট) করে দিয়েছেন। এতে করে স্কুলটি জাতীয়করেণর কার্যক্রম আরো এক ধাপ এগিয়ে গেল। দানকৃত ভূমির মূল্য ৫৩ কোটি ১ লক্ষ ৪৬ হাজার চারশত তিয়াত্তর টাকা চুয়ান্ন পয়সা। বালাগঞ্জ সাবরেজিস্ট্রার অফিসে দলিলটি সম্পাদন করা হয়। তবে অতীতে বালাগঞ্জ সাবরেজিস্ট্রার এই মূল্যের আর কোনো দলিল সম্পাদন করা হয়নি বলে জানা গেছে। বালাগঞ্জ ডিএন মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বলেন, বুধবার বিকালে  আনুষ্ঠানিক ভাবে সরকারের নামে দানপত্র দলিল সম্পাদন কার্যক্রম সম্পন্ন হয়। স্কুল পরিচালনা কমিটির সভাপতি বালাগঞ্জের ইউএনও প্রদীপ সিংহ বলেন, বালাগঞ্জ ডিএন মডেল উচ্চ বিদ্যালয়টি জাতীকরণের পর ভূমি দাতারা সরকারের নামে দলিল সম্পাদন করে দিয়েছেন। সে জন্যে দলিল সম্পাদনের বিষয়টি ইতিহাস হয়ে থাকবে এবং ভূমি দাতাদের নাম আজীবন স্বর্ণাক্ষরে লিখা থাকবে।