সুনামগঞ্জ পৌর কলেজের প্রভাষক প্রতিবেশীর উপর হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের

24

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জ পৌর কলেজের প্রভাষক নওয়াজ উদ্দিন কর্তৃক প্রতিবেশীর উপর হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে প্রকাশ,গত ৬ অক্টোবর শুক্রবার সকাল ৯টায় নতুন হাছননগর এলাকার মোঃ সিরাজুল ইসলাম তার বসত বাড়ীর পশ্চিমের সীমানায় প্রভাষক নওয়াজ উদ্দিন কর্তৃক জোরপূর্বকভাবে বেড়া দিতে গেলে বাধা দেন। প্রয়োজনে সার্ভেয়ার এনে উভয়ের সীমানা চিহ্নিত করে বেড়া দেওয়ার জন্য সিরাজুল ইসলাম প্রস্তাব করলে উত্তেজিত ঐ প্রভাষক মোবাইল ফোনে নতুন হাছননগর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মানিক মিয়া এবং তার ৩ সন্তান যথাক্রমে এমদাদুল, তোফাজ্জুল ও মাজহারুলসহ ভাড়াটে সন্ত্রাসীদেরকে ঘটনাস্থলে ঢেকে এনে প্রতিবেশী সিরাজুল ইসলামের উপর হামলা করেন। সন্ত্রাসীরা নওয়াজ উদ্দিনের নির্দেশে ধারালো চাকু দ্বারা সিরাজুল ইসলামের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ীভাবে মারপিটসহ রক্তাক্ত জখম করে। স্বামীকে রক্ষার জন্য সিরাজুল ইসলামের স্ত্রী ইয়ারুন নেছা বেগম এগিয়ে আসলে সন্ত্রাসীরা তার উপরও হামলা করে। ঘটনার পর সিরাজুল ইসলাম ও তার স্ত্রীকে আশঙ্কাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ১২ অক্টোবর পর্যন্ত জেলা সদর হাসপাতালে চিকিৎসা সেবা গ্রহণ করেন আহত সিরাজুল ইসলাম। ঘটনার পর সন্ত্রাসী প্রভাষক নওয়াজ উদ্দিন ও তার ভাড়াটে সন্ত্রাসী সহযোগী মানিক মিয়াগংদেরকে আসামী করে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে সদর মডেল থানার ওসি মোঃ শহীদুল্লাহ দায়েরকৃত অভিযোগটি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য এএসআই জুয়েল আহমদকে দায়িত্ব দিলে সরজমিনে গিয়ে পুলিশ ঘটনার তদন্ত করলেও ভুক্তভোগী সিরাজুল ইসলাম এখন পর্যন্ত কোন ন্যায়বিচার পাননি। ঘটনার ব্যাপারে জানতে চেয়ে প্রভাষক নওয়াজ উদ্দিনের মুঠোফোনে কল করলে তিনি বলেন, সিরাজুল ইসলাম আমার সীমানার পিলার উঠিয়ে নিলে পিলার বসানোর কাজে নিয়োজিত উত্তেজিত দিনমজুররা তাকে মারপিট করে। পরে ঘটনাটি এলাকাবাসী আপোসে নিষ্পত্তির চেষ্টা করলে সে এলাকা ডিঙ্গিয়ে থানায় আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। পৌরসভার মেয়র ঘটনাটি নিষ্পত্তি করবেন বলে জানিয়েছেন নওয়াজ উদ্দিন। অন্যদিকে এলাকাবাসী জানান, রসুলপুর মৌজার ৭৪ খতিয়ানের ৭৯ নং দাগভুক্ত ২ একর ১৮ শতক বসতবাড়ী ও আমন রকম ভূমির ক্রয় সূত্রে মালিক হচ্ছেন সিরাজুল ইসলাম। দক্ষিণ সুনামগঞ্জের লাউগাং গ্রাম থেকে আগত নওয়াজ উদ্দিন নিজেকে পৌর কলেজের প্রফেসরের পরিচয়ে ক্ষমতার দাপট দেখিয়ে নিরীহ সিরাজুল ইসলামের পশ্চিম অংশের জায়গা গ্রাস করার লক্ষ্যে বিভিন্ন সন্ত্রাসী অপতৎপরতা চালিয়ে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সাধন করে যাচ্ছেন।