ব্যবসায়ীদের সামগ্রিক উন্নয়নে ধারাবাহিক ভাবে কাজ করছি —আরিফুল হক চৌধুরী

48

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, সিলেট নগরীর ব্যবসায়ীদের সামগ্রিক উন্নয়নে Sylhet City Moyer Arif photo -- 17.10.17ধারাবাহিক ভাবে কাজ করছি। নাগরিকদের সকল ধরনের সেবা প্রদান করতে সিটি কর্পোরেশন নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীরা আমাকে সর্বদা সার্বিক ভাবে সহযোগিতা করে আসছে। আপনাদের সার্বিক সহযোগিতা নাগরিক উন্নয়নে আমি কাজ করেছি। ব্যবসায়ীরা সকল ধরনের সমস্যা আমরা পাশে ছিলেন আগামীতে পাশে থাকব। তিনি আশা প্রকাশ করে বলেন, আপনাদের অব্যাহত সহযোগিতা পেলে নাগরিক উন্নয়নের সকল অসমাপ্ত কাজের পরিপূর্ণতা দিতে পারব।
তিনি মঙ্গলবার (১৭ অক্টোবর) সিলেট নগরীর বন্দর বাজারস্থ বৃহত্তর মহাজনপট্টি ব্যবসায়ী সমিতির সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সমিতির সভাপতি মো. ছাদেক আহমদের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক মো. খুবেব হোসেনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহিদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, মহিলা কাউন্সিলর দিবারাণী দে বাবলী।
সভার শুরুতে সিসিক মেয়রকে ফুলের তোড়া দিয়ে স্বাগত ও শুভেচ্ছা জানান বন্দর বাজার জামে মসজিদের মোতাওয়াল্লী নজমুল হোসেন। ব্যবসায়ীদের পক্ষথেকে ক্রেষ্ট প্রদান করেন শামীম আহমদ।
মতবিনিময় সভায় ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সহ-সভাপতি হাজী মো. মকবুল হোসেন, সহ-সভাপতি আব্দুল রহমান রুয়েব, কোষাধ্যক্ষ সাইদুর রহমান নাহিন, দপ্তর সম্পাদক তোফায়েল আহমদ খান, প্রচার সম্পাদক আব্দুল কাদির রিয়াদ, সদস্য আব্দুল হাদী তেহাম, পরিমল দত্ত, আবুল হাসনাত, হাছনাত ইবনে আখতার, সিরাজ উদ্দিন, হাজী মো. সাজ্জাদ খান, মো, তৌফিক রাব্বি, আজিজুর রহমান বাবুল, হাজী মো. জুনেদ আহমদ, রুমিম আহমদ, মনসুর আহমদ নাদিম, সুমন আহমদ, শাহ গয়ছুল আলম, লালদিঘীর পাড় ব্যবসায়ী সমিতির সদস্য ইকবাল খান সামী, শামীম আহমদ, নবীর হোসেন, আব্দুর করিম মল্লিক, দিপু দা, আবিদ আহমদ, অজি হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি