দোয়ারাবাজারে পৃথক সংঘর্ষে সাংবাদিক পুত্র সহ আহত ১৩

22

দোয়ারাবাজার থেকে সংবাদদাতা :
দোয়ারাবাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ আহত হয়েছেন। সোমবার সন্ধ্যার পর উপজেলার সুরমা ইউনিয়নের আলীপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে আলীপুর গ্রামের ফজলু মিয়া ও গিয়াস উদ্দিন দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী এক সংঘর্ষের ঘটনা ঘটে। এত উভয় পক্ষের মধ্যে আহত হন সোহেনা বেগম (২২), মিনারা বেগম (৫৫), আয়েশা বেগম (২৮), মোহিন মিয়া (১৭) সহ আরো অনেকে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।
এদিকে দোয়ারাবাজারে কেরাম খেলাকে কেন্দ্র করে সাংবাদিকপুত্রসহ ৩ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার বিকালে উপজেলার নরসিংপুর ইউনিয়নের বীরেন্দ্রনগর গ্রামের আব্দুল হান্নানের মুদি দোকানের পাশে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের দোয়ারাবাজার প্রতিনিধি তাজুল ইসলামের পুত্র ছাতক সরকারি ডিগ্রী কলেজের মেধাবি ছাত্র জাহিদুল ইসলাম তুহিনকে প্রাণে বধ করতে প্রতিপক্ষ একই গ্রামের সামছুল ইসলামের পুত্র কাওছার, হাসান, আবুলের পুত্র জুনেদ গংরা তাকে গলা টিপে লাঠিসোটাসহ তার উপর তিন দফা হামলা চালায়। এ সময় তুহিনকে বাঁচাতে গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র আব্দুর রহিম ও মনসুর আহমদের পুত্র খসরু মিয়া গুরুতর আহত হন।