৩৬তম বিসিএসে ২৩২৩ জনকে সুপারিশ

20

কাজিরবাজার ডেস্ক :
৩৬তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এতে ২ হাজার ৩২৩ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেয়ার জন্য সুপারিশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। মঙ্গলবার বিকেলে এ ফল ঘোষণা করা হয়।
ফলাফল প্রকাশের বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক।
তিনি বলেন, আজ ৩৬তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এতে বিভিন্ন ক্যাডারে ২ হাজার ৩২৩ জনকে সুপারিশ করা হয়েছে।
ফলাফল পিএসসির ওয়েব সাইটে (যঃঃঢ়://িি.িনঢ়ংপ.মড়া.নফ) পাওয়া যাবে। এ ছাড়া টেলিটকের মাধ্যমে চঝঈ ৩৬ জবমরংঃৎধঃরড়হ ঘঁসহনবৎ ঝবহফ ঃড় ১৬২২২ নম্বরে এসএমএস পাঠালে ফলাফল পাওয়া যাবে।
পিএসসি সূত্রে জানা যায়, ৩৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় ২০১৫ সালের ৩১ মে। দুই হাজার ১৮০ জন গেজেটেড কর্মকর্তা নিয়োগ দিতে প্রকাশিক এ পরীক্ষার প্রথম ধাপ প্রিলিমিনারি পরীক্ষা হয় গত বছরের ৮ জানুয়ারি। দুই লাখের বেশি চাকরিপ্রার্থী এতে অংশ নেন। এ ধাপে মাত্র ১৩ হাজার ৬৭৯ জন উত্তীর্ণ হন। আর তাদের দ্বিতীয় ধাপের তথা লিখিত পরীক্ষা হয় গত বছরের সেপ্টেম্বরে। এতে ১২ হাজার ৪৬৮ জন অংশ নেন। লিখিত পরীক্ষায় ৫ হাজার ৯৯০ জন পাস করেন। আর তৃতীয় ধাপ তথা মৌখিক পরীক্ষা চলতি বছরের ১২ মার্চ থেকে শুরু হয়ে ৭ জুন শেষ হয়।