তাহিরপুরে রক্তি নদীর ব্রীজ রক্ষার দাবিতে মানববন্ধন

26

তাহিরপুর থেকে সংবাদদাতা :
তাহিরপুরে রক্তি নদীর ব্রীজ রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্টিত হয়েছে। গতকাল সকাল ১১টায় তাহিরপুর উপজেলাবাসীর আয়োজনে আনোয়ারপুর বাজার সংলগ্ন ব্রীজের সম্মুখে ২ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা যুবলীগ যুগ্ম আহবায়ক মোহাম্মদ সামায়ুন কবির, উপজেলা শ্রমিকদল সভাপতি ফেরদৌস আলম, ফাজিলপুর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মিনি ক্রাসার মিল সমিতির সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাজিদ মিয়া, উপজেলা মানবাধিকার সভাপতি বিপ্লব, সমাজ সেবক আতিকুর রহমান আতিক, ব্যবসায়ী জমিরুল হক, বালিজুরী ইউনিয়ন যুবলীগ সভাপতি জিয়া উদ্দিন, সহ সভাপতি ময়না মিয়া, সাবেক যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবলু মিয়া, বালিজুরী ইউনিয়ন পরিষদ সদস্য বুলবুল মিয়া, ওয়াহিদ মিয়া, ব্যবসায়ী মনির আহমদ, জিয়া উদ্দিন প্রমুখ। অনুষ্ঠিত মানববন্ধনে বক্তাগণ বলেন, আনোয়ারপুর বাজার সংলগ্ন রক্তি নদীর উপর ব্রীজের নিচ দিয়ে দীর্ঘ দিন ধরেই ভারী নৌ-যান (বাল্ক হেড, কার্গো) চলাচলের কারণে প্রায়ই বাল্কহেড ব্রীজের পিলারের সাথে সজোড়ে  ধাক্কা খায়। এতে  ব্রীজের দু’একটি পিলার ক্ষতবিক্ষত হয়। এ অবস্থায়  জরুরী ভিত্তিতে ব্রীজের নীচ দিয়ে বাল্কহেড কিংবা কার্গো যাতায়াত বন্ধ না হলে ব্রীজটি দিন দিন আরও হুমখির সম্মুখীন হবে। তাই জরুরী ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্রীজটি রক্ষার স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানান বক্তারা।