বিশ্বনাথে হামলা, কলেজছাত্রীসহ আহত ৩

16

বিশ্বনাথ থেকে সংবাদদাতা :
বিশ্বনাথে জমিজমা সংক্রান্ত বিরুধের জের ধরে কলেজ ছাত্রীর উপর হামলা করা হয়েছে। সোমবার বিকেলে নিজ বাড়িতে এ হামলার শিকার হন উপজেলার কাজীরগাঁওয়ের প্রবাসী মৃত হাজী ওয়াহাব আলীর মেয়ে শাহানারা বেগম (২২)। সম্পত্তির অংশ না দিয়ে বাড়ি থেকে জোরপূর্বক তাড়িয়ে দিতে ওই কলেজ ছাত্রীর উপর হামলা চালান তারই সৎভাই লন্ডন প্রবাসী কলমদর আলী। হামলায় শাহানারা বেগম (২২) তার প্রতিপক্ষ সৎ ভাই কলমদর আলী (৫২) ও তার সহযোগী আরজু মিয়াসহ (৪৫) আহত হন।
জানা যায়, সিলেট নগরীর মঈন উদ্দিন আদর্শ মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থী শাহানারার আবেদনের প্রেক্ষিতে গত ১২ সেপ্টেম্বর বসতবাড়িতে ১৪৪ ধারা জারি করেন আদালত। পরবর্তিতে নিজের নিরাপত্তা চেয়ে শাহানারা গত ২ অক্টোবর থানায় একটি সাধারণ ডায়রি করেন, (জিডি নং ৯৩১৭)। এরপর গত ৮ অক্টোবর প্রবাসী কলমদর আলী কৌশলে নিরাপত্তা চেয়ে থানায় পাল্টা আরেকটি সাধারণ ডায়েরি করেন (ডায়েরি নং-৪২৩)। গতকাল থানায় সাধারণ ডায়েরি দায়েরের ৮দিন পর থানা পুলিশের এসাই জহিরুল ইসলামকে সঙ্গে নিয়ে বাড়িতে যান কলমদর আলী। একই সময়ে আদালতের নির্দেশে ১৪৪ ধারা জারির তদন্তের জন্যে ওই বাড়িতে যান ভূমি অফিসের সার্ভেয়ার আব্দুল রকিব। পুলিশ ও সার্ভেয়ারের তদন্ত চলাকালে হঠাৎ সৎভাই কলমদর আলী ক্ষিপ্ত হয়ে শাহানারার উপর হামলা করেন। এ ঘটনায় উভয় পক্ষে তিনজন আহত হন। থানা পুলিশের এসাই জহিরুল ইসলাম ও সার্ভেয়ার আব্দুল রকিব ঘটনার সত্যতা স্বীকার করেছেন।