মহাসমাবেশকে সফল করতে ছাতকে ব্যাপক সাড়া

29

ছাতক থেকে সংবাদদাতা :
বেসরকারি স্কুল কলেজ ও মাদরাসা জাতীয়করণের দাবিতে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারি ফোরামের উদ্যোগে সুনামগঞ্জ জেলা ব্যাপী কার্যক্রম অব্যাহত রয়েছে। ১৯ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০টায় জাতীয়করণের দাবিতে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে মহা সমাবেশ সফলের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। ১৮ অক্টোবর রাতে বিশাল বহর নিয়ে ঢাকার পথে যাত্রা করবেন। বেসরকারি শিক্ষক কর্মচারি ফোরাম নামে ইতোমধ্যে সুনামগঞ্জ জেলার সদর, দক্ষিণ সুনামগঞ্জ, জগন্নাথপুর, ছাতক উপজেলাসহ বিভিন্ন উপজেলা কমিটি গঠন করা হয়েছে। এর অংশ হিসেবে ছাতক উপজেলায় ১৩ অক্টোবর ৩৬টি প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষিকার সমন্বয়ে ৫১সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। এলপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আশিকুর রহমানকে সভাপতি, মঈনপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সবিনয় আহমদকে সাধারণ সম্পাদক ও দশঘর রাজ্জাকিয়া ইসলামিয়া দাখিল মাদরাসার সহকারি শিক্ষক মাস্টার নাসীর উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে এ কমিটি গঠন কর হয়। কমিটির অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দরা হলেন, সহ-সভাপতি মইনুল হক মুমিন, নুরুল আলম সেলিম, আশরাফুল হক, রফিকুল হক, নুরুজ্জান সেলিম, সহ-সাধারণ সম্পাদক আবাব মিয়া, নাজিম উদ্দিন শান্ত ও আব্দুল কাদির, সহ-সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান, তারেক আহমদ, অর্থ সম্পাদক আবু খালেক, সহ-অর্থ সম্পাদক আলী আকবর, প্রচার সম্পাদক শাহিন আলম, সহ-প্রচার সম্পাদক হারুনুর রশিদ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক সোলায়মান হোসেন কাজল, সহ গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক  আবুল কাশেম, দপ্তর সম্পাদক আবদুল আউয়াল, সহ-দপ্তর সম্পাদক মোনায়েম খান, আন্তর্জাতিক সম্পাদক আওলাদ হোসেন, সহ-আন্তর্জাতিক সম্পাদক রফিকুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাজহারুল ইসলাম, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক আবদুন নুর, মহিলা বিষয়ক সম্পাদিকা রিনা বেগম, শিক্ষা বিষয়ক সম্পাদক সায়দুল হক, ধর্ম বিষয়ক সম্পাদক আবদুল মুহিত, ক্রিড়া সম্পাদক বিপ্লব রঞ্জন, সহ ক্রীড়া সম্পাদক ফারুক আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক আবদুল ওয়াহিদ, পাঠাগার সম্পাদক আতিক আহমদ, সহ-পাঠাগার সম্পাদক কল্যাণ ব্রত দাশ। মাস্টার সবিনয় আহমদের সভাপতিত্বে ও মাস্টার আজিজুর রহমানের পরিচালনায় এ অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বেসরকারি শিক্ষক কর্মচারি-ফোরামের সুনামগঞ্জ জেলা সভাপতি মুদাচ্ছির আলম সুবল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা শাখার সাধারণ সম্পাদক আবদুল গফুর খান, সহ-সভাপতি শফিকুর রহমান, আশরাফুল হক, সিলেট জেলা সাধারণ সম্পাদক জ্যোতিষ মজুমদার, সাংগঠনিক সম্পাদক সাজু সরকার, যুগ্ম সম্পাদক দেবব্রত সাহা, সুনামগঞ্জ জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম নবী রিপন।