সুনামগঞ্জে ভারতীয় মদ ও কয়লা আটক

29

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সুনামগঞ্জ এর অধীনস্থ চারাগাঁও বিওপি হাবিলদার মোঃ রফিকুল ইসলাম এর BGBনেতৃত্বে পৃথক ২টি অভিযান পরিচালনা করে ১৪ অক্টোবর সীমান্ত পিলার ১১৯৪/৪-এস এর নিকট হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জংগলবাড়ী স্থান হতে ১১৮ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ এবং ১৫ অক্টোবর একই স্থান হতে ২৪ বোতল ভারতীয় অফিসার চয়েস মদসহ সর্বমোট ১৪২ বোতল মদ আটক করে, যার মূল্য ২লাখ ১৩ হাজার টাকা। বনগাঁও বিওপি হাবিলদার মোঃ আশরাফুল ইসলাম এর নেতৃত্বে একটি টহল দল ১৪ অক্টোবর সীমান্ত পিলার ১২১৬/৯-এস এর নিকট হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রংপুর নামক স্থান হতে ১২ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ আটক করে, যার মূল্য ১৮ হাজার টাকা। লাউরগড় বিওপি হাবিলদার মোঃ আসাদ শেখ এর নেতৃত্বে একটি টহল দল ১৪ অক্টোবর সীমান্ত মেইন পিলার ১২০৩ এর নিকট হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে যাদুকাটা নদী হতে ১,৫০০ কেজি ভারতীয় কয়লাসহ ১টি ইঞ্জিন চালিত কাঠের নৌকা আটক করে, যার আনুমানিক মূল্য ১ লাখ ১৯ হাজার ৫শ টাকা। টেকেরঘাট বিওপি সুবেদার মোঃ রাশেদ খাঁন এর নেতৃত্বে একটি টহল দল ১৪ অক্টোবর সীমান্ত পিলার ১১৯৭/৭-এস এর নিকট হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লাকমাছড়া নামক স্থান হতে ১ হাজার ২শ ৫০ কেজি ভারতীয় কয়লা আটক করে, যার আনুমানিক মূল্য ১৬ হাজার ২শ ৫০ টাকা।
এ ব্যাপারে মামলা দায়ের পূর্বক পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সুনামগঞ্জ এর অধিনায়ক লেঃ কর্ণেল নাসির উদ্দিন আহমেদ, পিএসসি বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা উক্ত ভারতীয় অফিসার চয়েস মদ ফেলে পালিয়ে যায় এবং পরবর্তীতে বিজিবি সদস্যগণ পরিত্যক্ত অবস্থায় বর্ণিত মালামাল আটক করে।