বিশ্ব মান দিবস উপলক্ষে আলোচনা সভা

47

৪৮তম বিশ্ব মান দিবস উদযাপন উপলক্ষে সিলেটে আলোচনা সভার আয়োজন করে বিএসটিআই সিলেট অঞ্চল। IMG_4440দিবসের এবারের মূল প্রতিপাদ্য বিষয় ‘নান্দনিক নগরায়নে মান’।
শনিবার (১৪ অক্টোবর) সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুম।
সিলেটের জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি খন্দকার সিপার আহমদ, ক্যাব সিলেটের সভাপতি জামিল চৌধুরী। অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুর ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. জহির বিন আলম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বিএসটিআই সিলেট এর আঞ্চলিক অফিস প্রধান মোঃ মাজাহারুল হক। মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, পেট্রোল পাম্প ওনার্স এ্যসোসিয়েশন সিলেটের সভাপতি মো. মোস্তফা কামাল, ফুলকলি ফুড প্রোডাক্টসের ডিজিএম মো. জসিম উদ্দিন. বনফুল এর ডিজিএম মো. আব্দুল হক এবং ক্যাব এর সদস্যরা।
আলোচনা সভায় বিভিন্ন সরকারী-বেসরকারী সংস্থার কর্মকর্তাবৃন্দ, শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ এবং ক্যাব এর প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি