মহানগর জামায়াতের দোয়া মাহফিলে এডভোকেট জুবায়ের ॥ জাতীয় নেতৃবৃন্দকে গ্রেফতার নির্যাতন করে ইসলামী আন্দোলন দমানো যাবে না

105

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সিলেট মহানগরীর আমীর এডভোকেট এহসানুল Sylhet City Jamat Dua Mahfil Photo -13-10-17মাহবুব জুবায়ের বলেছেন- বাংলাদেশে ইসলাম, ইসলামী আন্দোলন ও ইসলামী নেতৃত্ব চরম ক্রান্তিকাল অতিবাহিত করছে। ইসলামী আন্দোলনকে বাধাগ্রস্ত করতেই আমীরে জামায়াত মকবুল আহমদ, সেক্রেটারী জেনারেল ডা: শফিকুর রহমান সহ জাতীয় নেতৃবৃন্দকে অন্যায়ভাবে গ্রেফতার ও রিমান্ডের নামে নির্যাতন চালানো হচ্ছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতাসীন ইসলাম বিদ্বেষী অবৈধ সরকারের সীমাহীন জুলুমের শিকার। আল্লাহ পাক রাব্বুল আলামিন মজলুমদের দোয়া ফিরিয়ে দেন না। তাই মজলুমদের বেশী বেশী করে আল্লাহর কাছে দোয়া চাইতে হবে। যে মাটিতে নিরপরাধ শীর্ষ জামায়াত নেতৃবৃন্দের রক্ত ঝরেছে সে মাটিতে ইসলামী আন্দোলন সফল হবেই, ইনশাআল্লাহ। ওলী আউলিয়ার এদেশ ইসলামের জন্য উর্বর ভূমি। আমীরে জামায়াত-সেক্রেটারী জেনারেল সহ জাতীয় নেতৃবৃন্দকে গ্রেফতার নির্যাতন চালিয়ে এদেশে ইসলামী আন্দোলন দমিয়ে রাখা যাবে না। সময়ের ব্যাবধানে সকল জুলুম, অন্যায় ও অবিচারের বিচার বাংলার মাটিতে হবেই। শত শত মজলুম মানুষের মোনাজাত ও চোখের পানিতে জালিম সরকারের মসনদ ভেসে যাবে ইনশাআল্লাহ।
তিনি শুক্রবার জামায়াত কেন্দ্র ঘোষিত দেশব্যাপী দোয়া দিবস কর্মসূচীর অংশ হিসেবে আমীরে জামায়াত মকবুল আহমদ ও সেক্রেটারী জেনারেল ডা: শফিকুর রহমান সহ জাতীয় নেতৃবৃন্দের মুক্তি ও সুস্থতা কামনায় সিলেট মহানগর জামায়াত আয়োজিত দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। সিলেট মহানগর জাময়াতের সেক্রেটারী মাওলানা সোহেল আহমদের পরিচালনায় বাদ আসর নগরীর একটি মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিল অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-  মহানগর জামায়াত নেতা মো: আব্দুর রব, মুফতী আলী হায়দার, ক্বারী আলা উদ্দিন, মু. আজিজুল ইসলাম, মাহমুদুর রহমান দিলোয়ার ও ইসলামী ছাত্র শিবির সিলেট মহানগর সেক্রেটারী নজরুল ইসলাম প্রমুখ।
মাহফিলে-আমীরে জামায়াত মকবুল আহমদ, নায়েবে আমীর মিয়া গোলাম পারওয়ার, সেক্রেটারী জেনারেল ডা: শফিকুর রহমান সহ কারান্তরীন জাতীয় নেতৃবৃন্দসহ সকল রাজবন্দীদের মুক্তি, এদেশের ইসলামী আন্দোলনের সফলতা ও দেশ-জাতির কল্যাণ-শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। বিজ্ঞপ্তি