সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে তরুণদের মূল ভূমিকা রাখতে হবে —————-মেয়র আরিফুল হক

32

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে তরুণদের মূল ভূমিকা রাখতে হবে। তরুণরা সংঘবদ্ধ হয়ে সমাজের উন্নয়নে কাজ করলে দ্রুতই আমরা সমৃদ্ধ দেশে পরিণত হব। তারা ঐক্যবদ্ধ হয়ে শহরের সৌন্দর্য বৃদ্ধি, ছিন্নমূল শিশুদের শিক্ষার আলো, মানুষের মধ্যে সচেতনা বৃদ্ধিসহ নানান কাজে নিজেদের আত্ম নিয়োগ করতে পারে। এরকম যেকোনো কাজে আমি সব সময় তরুণদের পাশে থাকবো।
অঙ্গীকার তরুণ সংঘ, সিলেটের আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। গত ৮ অক্টোবর রবিবার সন্ধ্যায় নগরীর জিন্দাবাজারস্থ একটি রেস্টুরেন্টের সম্মেলনকক্ষে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ইসতিয়াক আহমদের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আইনজীবী ফজলুল হক সেলিম, সিলেট জর্জকোর্টের আইনজীবী কবির আহমদ, স্বাধীনধারা সিলেটের সভাপতি আব্দুল মুমিন লাহিন, সাধারণ সম্পাদক শাহীন আহমদ। সভায় অঙ্গিকার তরুণ সংঘের কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি মেয়র আরিফুল হক চৌধুরী। কমিটির নেতৃবৃন্দ হলেন, সভাপতি সৈয়দ ফাহিদ উদ্দিন সুজন, সাধারণ সম্পাদক পাপ্পু রহমান মারজান, সাংগঠনিক সম্পাদক মুছা আহমেদ রাহুল, প্রচার সম্পাদক মো. রুমন আহমদ, অর্থ সম্পাদক আবুল হাসনাত শাওন, সংস্বৃতি বিষয়ক সম্পাদক মাসুম আহমদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক জুয়েল আহমদ রাফি, ধর্ম বিষয়ক সম্পাদক মো. মামুন হাসান, শিক্ষা বিষয়ক সম্পাদক মাছুম রাজ, দপ্তর সম্পাদক তওসিফ আহমদ ইমন, সহ-অর্থ সম্পাদক আরিফ খান দাঊদ, সহ-প্রচার সম্পাদক সাদ্দাম হোসেন তানভীর, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল আহাদ। সভা শেষে দোয়া পরিচালনা করেন ঝেরঝেরিপাড়া জামেয়া হুসাইনিয়া ইসলামিয়া দারুল হাদিস মাদ্রাসার শিক্ষক মাওলানা শফিউল ইসলাম। বিজ্ঞপ্তি