বাহুবলে ইট ভাটাসহ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

30

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
বাহুবল উপজেলায় ইট ভাটাসহ দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে আইন লঙ্ঘনের দায়ে ১৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার বাহুবল বাজারে অভিযান পরিচালনা করেন বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আল-আমিন। অভিযানে মেয়াদ উত্তীর্ণ প্রসাধনী বিক্রি করা এবং প্রসাধনীর প্যাকেটের গায়ে নিজেরা অতিরিক্ত দাম লিখা বিভিন্ন অপরাধে বাহুবল বাজারের মাইশা ডিপার্টমেন্টাল স্টোরকে ৪ হাজার ও অস্বাস্থ্যকর পরিবেশে এবং অবৈধ প্রক্রিয়ায় খাদ্যপণ্য তৈরি, খাদ্যপণ্যের সাথে অনুনমোদিত কেমিক্যাল ব্যবহারের অপরাধে আশা বেকারীকে ১০ হাজার টাকাসহ ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় ইট ভাটায়ও অভিযান পরিচালনা করা হয়। যথাযথ কর্তপক্ষের কাছ থেকে লাইসেন্স সংগ্রহ করা, লাইসেন্স এর নির্দেশনা মেনে চলা, সঠিক মাপের ইট তৈরি করাসহ কোন ক্রেতার সাথে প্রতারণা না করার জন্য ইট ভাটার মালিকগণকে নির্দেশনা দেওয়া হয়। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এই মর্মে অঙ্গীকার নামা নেওয়া হয়। ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন বাহুবল উপজেলার স্যানিটারী ইন্সপেক্টর আনোয়ার হোসেন এবং বাহুবল থানার পুলিশ ফোর্স।