জাফলংয়ে পর্যটকদের নিরাপত্তা বিষয়ে ট্যুরিষ্ট পুলিশের মতবিনিময় সভা

23

গোয়াইনঘাট থেকে সংবাদদাতা :
সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র প্রকৃতিকন্যা জাফলংয়ের আকর্ষণীয় স্থান সমূহে পর্যটন বান্ধব পরিবেশ সৃষ্টি ও আগত পর্যটকদের নিরাপত্তা বিষয়ে ট্যুরিষ্ট পুলিশের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বল্লাঘাট পিকনিক সেন্টারে ট্যুরিষ্ট পুলিশ জাফলং জোনের উদ্যোগে আয়োজিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন জাফলং জোনের ওসি দেবাংশু দাশ। এ.এস.আই জুবায়ের আহমেদ ভূইয়ার পরিচালনায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যুরিষ্ট পুলিশ ঢাকা জোনের পুলিশ সুপার আশরাফুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যুরিষ্ট পুলিশ সিলেট জোনের অতিরিক্ত পুলিশ সুপার মোশারফ হোসেন। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, জাফলং আওয়ামীলীগের আহ্বায়ক মিনহাজুর রহমান, গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, জাফলং ট্রাক চালক সমিতির সভাপতি ফয়জুল ইসলাম, জাফলং পিকনিক রেস্টুরেন্টের ইজারাদার রাকিবুল ইসলাম শিমুল, জাফলং পর্যটন কেন্দ্র ব্যবসায়ী সমিতির সভাপতি হোসেন মিয়া, জাফলং ট্যুরিষ্ট ক্লাবের সভাপতি লোকমান মিয়া, জাফলং ট্যুরিষ্ট পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক শেরগুল গোসাই, গুচ্ছগ্রাম সীমান্তযুব সংঘের সভাপতি আব্দুল মান্নান, জাফলং  শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, জাফলং ট্যুরিষ্ট গাইড এন্ড ফটোগ্রাফার সমিতির সভাপতি সাজু মিয়া, জাফলং ট্যুরিষ্ট গাইড এন্ড হ্যান্ডবোট যুব সংঘের সভাপতি সুচিন্দ্র বিশ্বাস প্রমুখ।