রাষ্ট্রপতির সাথে নূরে মদিনা ফাউন্ডেশন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

40

নূরে মদিনা ফাউন্ডেশন ইউ.কে. ও বাংলাদেশের একটি প্রতিনিধি দল গত ৩ অক্টোবর সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি এডভোকেট মোঃ আব্দুল হামিদ এর সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন। নূরে মদিনা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ্ব শফিকুর রহমান বিপ্লবীর নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন নূরে মদিনা ফাউন্ডেশন, বাংলাদেশের চেয়ারম্যান, উপাধ্যক্ষ মাওলানা আহমদ আলী হেলালী, টেকনাফ প্রতিনিধি মাস্টার আবুল হোসেন হেলালী, কক্সবাজার প্রতিনিধি মিজানুর রহমান, কিশোরগঞ্জ প্রতিনিধি মোঃ শাহ আলম।
প্রতিনিধি দল প্রধান মাওলানা শফিকুর রহমান বিপ্লবী, রাষ্ট্রপতি এডভোকেট আব্দুল হামিদ কে নূরে মদিনা ফাউন্ডেশন ইউ.কের পক্ষ থেকে মিয়ানমারে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের জন্য এক সপ্তাহব্যাপী ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমের বিশদ বর্ণনা তুলে ধরেন। রাষ্ট্রপতি মানবতার কল্যাণে নূরে মদিনা ফাউন্ডেশন গৃহিত কার্যক্রমের ভূয়শী প্রশংসা করে এবং প্রতিনিধি দলকে ধন্যবাদ জানান। পরে প্রতিনিধিদল রাষ্ট্রপতির সহধর্মীনি, ভাই এবং পুত্র রেদওয়ান আহমদ এমপির সাথে সৌজন্যে সাক্ষাতে মিলিত হন এবং নৈশভোজে অংশ গ্রহন করেন। এর আগে প্রতিনিধিদল রাষ্ট্রপতি এডভোকেট আব্দুল হামিদ এর সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা সহ দেশ ও জাতির মঙ্গল উন্নতির জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন। বিজ্ঞপ্তি