বানিয়াচংয়ে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

18

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
নবাগত জেলা প্রশাসক মনীষ চাকমা বানিয়াচং উপজেলায় আগমন উপলক্ষে কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এক মতবিনিময় সভায় মিলিত হন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহের সভাপতিত্বে ও পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন নবাগত জেলা প্রশাসক মনীষ চাকমা। এ সময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল বাহার খান, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া খানম, আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আমীর হোসেন মাস্টার, আলীয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাও. আতাউর রহমান, শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম সিদ্দিকী, মৎস্য কর্মকর্তা মকছুদুল হক ভূঁইয়া, আওয়ালীগ সহ-সভাপতি বিপুল ভূষণ রায়, ফায়ার সার্ভিস কর্মকর্তা সামছুল, আনসার বিডিভি কর্মকর্তা, চেয়ারম্যান গিয়াস উদ্দিন, ওয়ারিশ উদ্দিন খান, সামছুল হক চৌধুরী, আবুল কাশেম, রেখাছ মিয়া, আনোয়ার হোসেন, এরশাদ আলী, আব্দুল আহাদ, হাবিবুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তার, সারোয়ার সুলতান আহমেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওসার শোকরানা, খাদ্য কর্মকর্তা খালেদ হোসেন, ইঞ্জিনিয়ার আল-নূর তারেক, কৃষি কর্মকর্তা মস্তুফা ইকবাল আজাদ, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুল খালেক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রিপোর্টার ইউনিটির সভাপতি মুক্তিযোদ্ধা শেখ নমীর আলী, ফ্রিল্যান্স সাংবাদিক ইয়াসিন আরাফাত মিল্টন, ইমদাদুল হোসেন খান ও তোফায়েল রেজা সোহেল। এছাড়া বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় এলাকার উন্নয়ন নিয়ে ব্যাপক আলোচনা হয়।