নগরীতে ভোটার তালিকা হালনাগাদ শুরু

27

স্টাফ রিপোর্টার :
নগরীতে ভোটার তালিকা হালনাগাদ ও ডাটা এন্ট্রি কার্যক্রম শুরু হয়েছে। গতকাল রবিবার সকাল থেকে এ কার্যক্রম শুরু হয়। আগামী ২৪ অক্টোবর পর্যন্ত নগরীর বিভিন্ন ওয়ার্ডে পৃথক পৃথক ভাবে চলবে ভোটার তালিকা হালনাগাদ ও ডাটা এন্ট্রি কার্যক্রম।
গতকাল সকালে নগরীর আলিয়া মাদরাসা ও মদন মোহন কলেজে সিলেট সিটি করপোরেশেনের ১ নম্বর ও ২ নম্বর ওয়ার্ডের ভোটারদের ডাটা এন্ট্রির কাজ শুরু হয়।
সিলেট সদর উপজেলা নির্বাচন অফিস বিষয়টি নিশ্চিত করেছে। নির্বাচন অফিস জানায়- গতকাল রবিবার সকাল থেকে হালনাগাদ ও ডাটা এন্ট্রি কাজ শুরু হয়েছে। এটি আগামী ২৪ অক্টোবর পর্যন্ত চলবে।
সিলেট সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান বলেন, ভোটার তালিকা হালনাগাদের ডাটা এন্ট্রি কাজ শুরু হয়েছে। গত ২৫ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত বাড়ী বাড়ী গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করা হয়। ডাটা এন্ট্রি ২৪ অক্টোবর পর্যন্ত চলবে। প্রথম দফায় বাদ পড়াদের ২৪ অক্টোবর ও দ্বিতীয় দফায় বাদ পড়াদের ২৫ অক্টোবর এন্ট্রি করা হবে বলেও তিনি জানিয়েছেন।