কোম্পানীগঞ্জ পাথর শ্রমিকদের মতবিনিময় ॥ বোমা মেশিন বন্ধে প্রশাসন সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা

34

জাতীয় শ্রমিকলীগের অন্তর্ভূক্ত কোম্পানীগঞ্জ পাথর উত্তোলন ও বহনকারী শ্রমিক ইউনিয়ন রেজি নং- চট্ট ২২৬৩ এর এক মতবিনিময় সভা রবিবার দুপুর ১২টায় কোম্পানীগঞ্জ থানাবাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
শ্রমিক ইউনিয়নের কার্যকরি সভাপতি আব্দুল বাছিরের সভাপতিত্বে ও ফয়ছল আহমদ বাদশার পরিচালনা সভায় প্রধান অতিথিন বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া।
মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার ডা. আব্দুন নূর, আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির মছব্বির, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার ছফিউল আলম রেনু মিয়া, কোম্পানীগঞ্জ পাথর উত্তোলন ও বহনকারী শ্রমিক ইউনিয়ন রেজি নং- চট্ট ২২৬৩ এর সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমদ, মানিক মিয়া, মহিলা সভা নেত্রী আফিয়া বেগম, সুজন মিয়া, সুধির বাবু, বাবুল মিয়া, দুলাল মিয়া, সাধারণ সম্পাদিকা আছারুন নেছা, রহমত আলী, বাবুল মিয়া (২), ময়না মিয়া, নুরুল আমিন, আজাদ মিয়া, দিলু মিয়া প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, বোমা মেশিন একটি স্বার্থান্বেষী মহল বার বার কোম্পানীগঞ্জ পাথর কোয়ারীকে ধ্বংস করার পায়তারায় লিপ্ত আছে। প্রশাসনের হস্তক্ষেপে কিছুটা নিয়ন্ত্রণে আসলেও একবারে বন্ধ হয়নি। তাই বোমা মেশিন বন্ধে প্রশাসন সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা। বিজ্ঞপ্তি