কাজিরবাজার সেতুতে জনস্বার্থে দু’টি স্পিডব্রেকার স্থাপন করুন —- মাওলানা জাহিদ উদ্দিন

31

গতকাল ৭ অক্টোবর শনিবার বাদ আসর শাহজালাল (রহ.) ফাউন্ডেশনের উদ্যোগে ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে এক দায়িত্বশীল সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় শাহজালাল ফাউন্ডেশনের সভাপতি প্রিন্সিপাল মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সেক্রেটারী হাফিজ মাওলানা এখলাছুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরী সিলেটের কাজীরবাজার সেতুতে জনস্বার্থে দু’টি স্পিডব্রেকার স্থাপনের জোর দাবী জানিয়ে তিনি বলেন, গোটা সিলেট বিভাগে কাজিরবাজার সেতুটি সকলের কাছে দৃষ্টিনন্দিত সেতুতে পরিণত হয়েছে। কিছুদিন পূর্বে এই সেতুতে অতিরিক্ত স্প্রিডে মোটর সাইকেল চলার কারণে প্রাণহানির ঘটনাও ঘটেছে। দৃষ্টিনন্দিত কাজিবাজার সেতুতে জনস্বার্থে জরুরী ভিত্তিতে দু’টি স্পিডব্রেকার স্থাপন করে জনগণের নিরাপত্তা রক্ষার স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানান এবং অবৈধভাবে দখলকৃত ফুটপাত উদ্ধারের প্রশাসনের প্রতি উদাত্ত আহবান জানান।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি ডা: মোস্তফা আহমদ আজাদ, সহ-সভাপতি ও ভাড়েরা মাদ্রাসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা সৈয়দ শাহ জুবায়ের আহমদ জুবের, সহ-সভাপতি শায়খুল হাদীস হাফিজ মাওলানা কয়েছ আহমদ, সহ-সেক্রেটারী মারকাজুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আরিফুল হক ইদ্রিস, সহ-সাংগঠনিক সম্পাদক তাহফিজুল কুরআন শিববাড়ি মাদ্রাসার প্রিন্সিপাল হাফিজ আক্তার হোসাইন, প্রচার সম্পাদক হাফিজ ময়নুল ইসলাম আশরাফ, শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা শাহ আলম, অফিস সম্পাদক মাওলানা ফয়জুর রহমান, সদস্য হাফিজ মাওলানা আতিকুর রহমান, মাওলানা আবু বকর সিদ্দিক, মাওলানা জুনাইদ আহমদ, মাওলানা রুহুল আমীন প্রমুখ। বিজ্ঞপ্তি