বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলা কমিটির মতবিনিময়

24

নব গঠিত বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলার অভিষেক অনুষ্ঠান উদযাপন করার লক্ষ্যে জেলা কমিটির উদ্যোগে এক মতবিনিময় সভা শনিবার নগরীর জিন্দাবাজারস্থ একটি হোটেলে অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মানিক মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফেরদৌস খানের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সহ সভাপতি শামসুল আলম, এ.টি.এম বদরুল ইসলাম, হেলেন আহমদ। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, শামীম আল মামুন মনির, কবিরুল ইসলাম কবির, ওয়াহিদুর রহমান ওয়াহিদ, সেলিম খান, আব্দুল হক লিমন, মুক্তি রহিম, মোজাম্মেল হক মেনন, মাধুরী গুন, আং হক লিমন, শামসুল ইসলাম হেলন, শহিদুল ইসলাম, টিপু সুলতান, রাহাত তাপাদার, মুহিবুর রহমান চৌধুরী, আব্দুল মালিক পুলক, শওকত আলী, শফিউল আলম মুন্না, মিয়াদ আহমদ, লুৎফুর রহমান, ময়নুল ইসলাম, নাজনিন আক্তার কনা, ভানু লাল দাস, অরবিন্দ পাল, এড. সালমান খান, সুহেল চৌধুরী, আশরাফুল ইসলাম, রহিমা আক্তার সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় জননেত্রী শেখ হাসিনা মাদার অব হিউম্যানিটি হওয়ায় নেতৃবৃন্দ শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারবর্গের রুহের মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। পাশাপাশি সংগঠনের সহ সভাপতি এটিএম বদরুল ইসলাম মাতার তেরেসা এ্যাওয়ার্ড লাভ করায় তাকে অভিনন্দন জ্ঞাপন করা হয়। বিজ্ঞপ্তি