বেহুলার চিৎকার

27

জালাল জয়

এখানে জীবনের শব্দ, লাশের সাথে করে খেলা।
জল, মাটি কাদা ছুঁয়ে নাফে চিৎকার, শুধুই চিৎকার
মলিন চোখে ছবি এঁকে, কাদা পায়ে হই একাকার।
চোখের ছবি হারায় চোখ। পাখির মতো মরতে থাকি,
হয়ে যাই দস্যুর খাবার। গাছের ডালে লেগে থাকে রক্ত,
আহা! আমার চলে যাওয়া। ভোরের সূর্য কথা কয়
নাফে ভাসা রক্তের সাথে।

এখানে হারিয়েছি সব, হারিয়েছি শিশুকাল, বাল্যকালসহ,
জীবনের অতিমূল্য সময়। জীবনের মানে এখানে নেই
দিনের মানে এখানে নেই। রাতের চাঁদও ওঠে না এই আকাশে।
জোনাকি ওড়েনি এই শহরে। এখানে কোন প্রেম নেই
নেই কোন আদর, ¯েœহের তপস্যা। এখানে নেই কোন সংসার।
নেই কোন ভালোবাসার পদচিহ্ন। নেই কোন আশা।
আগুন ছুঁয়ে ধনুক হয়ে আসে, শুধুই নিরাশা…
আর কিছু নেই, চাইবার মত, আর কিছু নেই…

আছে শুধু আগুনে পোড়া, দগ্ধ লাশে বেহুলার চিৎকার।