মেঘের ভেলায়

46

এম এ সালাম

মেঘের ভেলা ধেয়ে আসছে-
ওই দখিনা সমীরণে,
কে কে যাবি মেঘের দেশে?
হাওয়ার তালে তালে।

ক্ষিপ্ত মেঘের দীপ্ত শিখা-
বিজলী আঁচল পেয়ে,
হঠাৎ করে আগুনের গলি
ধরায় আসছে ধেয়ে।

কুণ্ডলীকারে মেঘ মালার দল-
হাওয়ার ঘূর্ণিপাকে,
নদীর ধারে ঝিলের পাড়ে,
বক কনেরা উড়ে।

রিম ঝিমিয়ে বৃষ্টি পড়ে-
পথিক হেঁটে চলে,
আতপত্র নিয়ে ছুটে চলে ওই
মেঘের তালে তালে।

গুমরে গুমরে মেঘ ডাকে-
ঈশান কর্ণ হতে,
ছোট্ট দিদির কাল ছাগীটি
কাঁদে দিদির সাথে।

মেঘের ভেলায় বকের সারি-
আপন নীড়ে যায়,
পথিকেরা ছুটে দীর্ঘ পথে
গন্তব্যের আশায়।