অপরিচিত

47

প্রদীপ কুমার দে

আমি নাম না জানা
প্রস্ফুটিত ক্ষুদ্র সেই ফুল,
তোমার চরণ স্পর্শ
না পাওয়া যার ভুল।

জানি তোমার মন্দিরের
প্রাঙ্গণ তলে, নেই
মোর কোন স্থান;
নির্বারিত স্রোতঃ পথে ভেসে চলে,
ক্ষীণ, ক্ষুদ্র, তুচ্ছ মোর মান।

আমি পৃথিবীর মাঝে
নব-নব সাজে
পুরাতন এক স্মৃতিকথা;
যার বুকের মাঝে
লুকায়িত আছে
অনেক কিছু হারানোর ব্যথা।

পূজ্য তুমি, পূজীব আমি,
কর যতই ঘৃণা মোরে;
স্বার্থ যত পূর্ণ কর,
ফেলিয়া আমায় পঙ্ক সাগরে।

ক্ষুদ্র ক্ষুদ্র ধূলিকণা
রচিয়াছে অদৃশ্য আল্পনা;
রচিয়াছ তুমি কি হে রুদ্র,
মোর ললাটের রচনা?