মুক্তির অবসাদ

10

মুহাম্মদ জে.এইচ (রপ্পি)

এখনও চলার অনেক পথ বাকী
অতল উৎসারণে নবদিক কঙ্কাল হয়ে
আসে মায়ামৃগের খেলা,
অনন্তহীন অন্ধকার পেরিয়ে যেতেই হবে
নিস্তব্ধতায় হৃদয় মুছে দিয়ে
কবি কাটিয়ে দিও নিজ বেলা।
জানি কাহারো শতঘ্নী আঘাতে
জীবন থামবে না “কো”
দুরন্তপনায় চলছে চলবেই অবিরত,
মরণের পাড়ে এসে থামবে যাত্রা
হৃদয়ের ঝরা ফুলে শত।
কবির ভয়াবহ মসৃণ রূপ মৃত্তিকায়
নিঃশব্দে অনাবিল,
একদিন দূরূগ্ন প্রতিভা প্রেমাগ্নিতে হবে
মেঘ নদীর মিলনের কারুকাজে মিল,
যেন দূরবর্তী আকাশে সৌন্দর্য লীলায়
এক নীলাক্লান্ত নীল।
এখনও চলার অনেক পথ বাকী
শতাব্দীর স্বাদ অনায়সে আলোর ফাঁদ!
সর্বনাশা আঁধার গহ্বর গিলে
অসংখ্য বিপ্লব চেতনায় পথে পথে
সে দ্বার খুলে দিয়ে দেখাবে ছন্দপতনে
স্বপ্নজয়ী মুক্তির অবসাদ।
এখনও অনেক পথ চলার বাকী?