৩ মাদক ব্যবসায়ী আটক, ১৯৮ পিস ইয়াবা, মোটরসাইকেল ও নগদ অর্থ জব্দ

39

স্টাফ রিপোর্টার :
বিমানবন্দর থানা এলাকায় গত বুধবার রাতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র‌্যাব) সদস্যরা অভিযান চালিয়ে Press photo 04.10.2017 Splবিপুল পরিমাণ মাদক, নগদ অর্থসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করা হয়। আটককৃতরা হচ্ছে-সিলেটের বিশ্বনাথের পাহাড়পুর গ্রামের মহসিন আহমদ খসরুর ছেলে জারিফ আহমদ (২৩), কুমিল্লার লাকসাম থানার সাতবাড়িয়া উত্তরকুল গ্রামের মো. সাদেক হোসেনের ছেলে সাজিব আহমদ (২১), মাদারীপুর জেলার কালকিনি থানার সাহেব রামপুর গ্রামের মো. আলী হোসেনের ছেলে জাহিদ হাসান (২২)। বর্তমানে তারা সিলেট নগরীর বিভিন্ন আবাসিক এলাকা ও কলোনিতে বসবাস করে আসছে।
র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের সিলেট ক্যাম্পের একটি বিশেষ দল নগরীর শাহী ঈদগাত এলাকায় ঢাকা কাচ্চি বিরিয়ানী হাউজের সামনে পাকা রাস্তা থেকে মোটরসাইকেল থামিয়ে দেহ তল্লাশী করা হয়। এতে তাদের সঙ্গে থাকা ১৯৮ পিছ ইয়াবা, নগদ অর্থ ১০হাজার ১শ ৭০টাকা ও সঙ্গে থাকা মোটরসাইকেলসহ তাদের গ্রেফতার করা হয়। মাদকের বর্তমান বাজার মূল্যে ৯৯ হাজার টাকা। উদ্ধারকৃত মোটরসাইকেল, নগদ অর্থ, মাদকসহ আসামীদের বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।