জগন্নাথপুরে শোকাহত মুক্তিযোদ্ধা পরিবারকে ইউএনও’র সান্ত্বনা

53

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুর উপজেলার শ্রীধরপাশা গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে গত ১৬ সেপ্টেম্বর গ্রামের আ’লীগ নেতা ফয়সল মিয়া ও বিএনপি নেতা জাবেদ আলম কোরেশীর লোকজনের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ সহ ৭০ জন আহত হওয়ার ঘটনায় ১২৩ জনকে আসামি করে দুই পক্ষের মামলা পাল্টা মামলা দায়ের হয়েছে। ইতোমধ্যে মামলার ৯ আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এর মধ্যে ঘটনার ১২ দিন পর সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফয়সল মিয়া পক্ষের বীর মুক্তিযোদ্ধা তছকির আলীর ছেলে নুর আলীর মৃত্যু হয়। এ ঘটনায় জগন্নাথপুরের সর্বত্র নেমে আেেস শোকের ছায়া।
এ ঘটনায় ২ অক্টোবর সোমবার জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাসুম বিল্লাহ মুক্তিযোদ্ধার বাড়িতে গিয়ে শোকাহত পরিবারকে সান্ত্বনা দিয়ে নুর আলীর হত্যার সঠিক বিচার পেতে আইনগত সহায়তা প্রদানের আশ্বাস দেন।