বার্মিজ পণ্য বর্জনে জনগণকে সোচ্চারের জন্য সকল মিডিয়ার প্রতি শাহজালাল ফাউন্ডেশনের আহ্বান

58

শাহজালাল (রহ.) ফাউন্ডেশনের উদ্যোগে গত ২৯ সেপ্টেম্বর আধ্যাত্মিক রাজধানী সিলেটের গুরুত্বপূর্ণ ৫ টি পয়েন্টে মিয়ানমারের মুসলিম গণহত্যার প্রতিবাদ ও বার্মিজ পণ্য বর্জনের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের সভাপতি প্রিন্সিপাল মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সেক্রেটারী হাফিজ মাওলানা এখলাছুর রহমান ও সহ-সেক্রেটারী মাওলানা আরিফুল হক ইদ্রিসের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতির বক্তব্যে প্রিন্সিপাল মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরী বলেন, অবিলম্বে মায়ানমারের মুসলিম গণহত্যা বন্ধ ও আন্তর্জাতিক আদালতে মায়ানমারের রাষ্ট্র প্রধানকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে এবং বার্মিজ পণ্য বর্জনে জনগণকে সোচ্চারের জন্য সকল মিডিয়ার প্রতি শাহজালাল (রহ.) ফাউন্ডেশনের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানিয়ে তিনি বলেন, অনুসন্ধান করে জানা যায় পুরো চট্টগ্রাম বিভাগে রয়েছে বার্মিজ পণ্য বিক্রয়ের বিভিন্ন মার্কেট এবং এখান থেকে দেশের বিভিন্ন জনপদে ছড়িয় দেয়া হয় বার্মিজ পণ্য সামগ্রী। জানা যায়, টেকনাফ স্থল বন্দরের মাধ্যমে গত ২১ বছরে মিয়ানমার সরকার প্রায় ৩ হাজার ৬ শত ১৮ কোটি টাকা বাণিজ্য করেছে। এর মধ্যে ইয়াবা বার্মার সবচেয়ে বড় অবৈধ অর্থের উৎস। বাংলাদেশ থেকে ইয়াবা বিক্রির হাজারো কোটি টাকা মিয়ানমার যায়। এছাড়া বার্মিজ পণ্য সামগ্রীর মধ্যে রয়েছে লুঙ্গি, গেঞ্জি, গামছা, মশারী, কম্বল, তোয়ালে, পোষাক, সেম্পু, সাবান, ক্রীম, সেন্ডেল, মদ বিয়ার, আচার, মাছ, শুটকি মিকচার, চিংড়ী, হাওয়াই চপ্পল, প্রসাধনী সামগ্রী মুলতানি মাটি, হজমী ইত্যাদি। উক্ত পণ্য বর্জন করার জন্য সকলের প্রতি আহবান জানান।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি ডা: মোস্তফা আহমদ আজাদ, সহ-সভাপতি জিন্নুরাইন মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা আব্দুল আহাদ, সাংগঠনিক সম্পাদক ফারুকিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা সামছুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক শিববাড়ী তাহফিজুল কুরআন মাদ্রাসার মুহতামীম হাফিজ আক্তার হোসেন, প্রচার সম্পাদক হাফিজ ময়নুল ইসলাম আশরাফ, সাংস্কৃতিক সম্পাদক শাহপরান (রহ.) ইসলামী সাংস্কৃতি ফোরামের সেক্রেটারী খালেদ মোহাম্মদ, মাওলানা তাজুল ইসলাম, মারকাজুল উলুম ডহর মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা লুৎফুর রহমান, হাফিজ মাওলানা জুনেদ আহমদ, মাওলানা আব্দুল করিম, হাফিজ মাওলানা রুহুল আমীন, আনোয়ারে মদীনা মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা আব্দুল মালিক, করিমিয়া মহিলা মাদ্রাসার পরিচালক মাওলানা হিফজুর রহমান, মাওলানা ছানা উল্লাহ, নুরুল হেরা মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আতিকুর রহমান, মাওলানা আব্দুর রহীম, মাওলানা আবু বকর সিদ্দিক প্রমুখ। বিজ্ঞপ্তি