ছাতকে প্রতিপক্ষের হামলায় মহিলা আহত

68

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজনের অতর্কিত হামলায় সেলিনা বেগম (৩০) নামের এক গৃহবধূ আহত হয়েছে। ঘটনাটি শুক্রবার সকালে মোল্লাআতা গ্রামে ঘটেছে। সে উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের মোল্লাআতা গ্রামের আবুল হাসনাতের স্ত্রী। গুরুতর আহত অবস্থায় তাকে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে ছাতক থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা যায়, আহত সেলিনা বেগমের বসতবাড়ির পশ্চিমে সীম ঝাড় উপড়ে ফেলে ক্ষতি সাধন করে একই গ্রামের ওয়ারিছ আলীর পুত্র আনোয়ার হোসেন। এ সময় বাধা-নিষেধ দিলে প্রতিপক্ষের লোকজন গৃহবধূ সেলিনা বেগমের উপর হামলা চালিয়ে আহত করে বিবস্ত্র ও শ্লীলতাহানী ঘটায়। তার শোর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় গৃহবধূ বাদি হয়ে ওইদিন ছাতক থানায় গ্রামের ওয়ারিছ আলীর পুত্র আনোয়ার হোসেন, মৃত আইছ আলীর পুত্র ইসমত আলী ও ইছুব আলী, মৃত আলকাছ আলীর পুত্র লিলু মিয়াকে অভিযুক্ত করে একটি অভিযোগ দায়ের করেন।