ছাতকে পোকার আক্রমণে নিহত ৩, আহত ৪

91

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকে ভেঙ্গুর পোকার আক্রমণে ৩ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জানা যায়, বুধবার উপজেলার ছৈলা-আফজালাবাদ ইউপির কহল্লা গ্রামের আবুল কালামের পুত্র হাসান আহমদ (৫) লাকড়ি সংগ্রহের সময় ভেঙ্গুর পোকার আক্রমণে গুরুতর আহত হয়। এ সময় হাসানের মা- হেলেনা বেগম (৩৫), বোন কলি বেগম (৬) ও ভাই হুসাইন আহমদ (৫) আহত হয়। আহতবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর হোসাইন আহমদের মৃত্যু ঘটে। এদিকে গত ২৩ সেপ্টেম্বর কালারুকা ইউনিয়নের সঙ্করপুর (নজমপুর) গ্রামের মছকন্দর আলীর পুত্র আমির আলী (১৮) পুকুরপারে বাঁশ কাটতে গিয়ে ভেঙ্গুরের কামড়ে আহত হলে ২৬ সেপ্টেম্বর চিকিৎসাধিন অবস্থায় হাসপতালে তার মৃত্যু হয়। সে কালারুকা পয়েন্টের বলাই মিয়ার দোকান কর্মচারি বলে জানা গেছে। এছাড়া গত ২০সেপ্টেম্বর উত্তর খুরমা ইউপির নানশ্রী (এলংগি) গ্রামের মফিজ আলীর পুত্র মনোহর আলী (৩৫) ভেঙ্গুরের আক্রমণে ঘটনাস্থলেই মৃত্যুবর করেন। ঘটনার দিন তিনি আমন ফসলের চারা নৌকায় ভর্তি করে কালারুকা খাল দিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে নজমপুর গ্রামের নিজাম উদ্দিনের বাড়ির পাশে ভেঙ্গুরের বাসায় নৌকার লগির আঘাত লাগে। এতে ভেঙ্গুরের দল তাকে আক্রমণ করলে প্রাণ রক্ষার্থে সে পানিতে ঝাঁপ দিয়ে তলিয়ে যান। পরে তার লাশ উদ্ধার করেন স্থানীয়রা। ছৈলা-আফজালাবাদ ইউপি সদস্য নোয়াব আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হোসাইন আহমদ ভেঙ্গুর পোকার কামড়ে মৃত্যুবরণ করেছেন।