সুনামগঞ্জে ভারতীয় গরু ও অফিসার চয়েস মদ আটক

36

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সুনামগঞ্জ এর অধীনস্থ লাউরগড় বিওপি’র  নাঃ সুবেঃ মোঃ মতিউর রহমান এর 24-09-17নেতৃত্বে একটি টহল দল রবিবার রতে সীমান্ত মেইন পিলার ১২০৩ এর নিকট হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গুচ্ছগ্রাম নামক স্থান হতে ০৯টি ভারতীয় গরু আটক করে, যার আনুমানিক মূল্য ২ লাখ৭০ হাজার টাকা। একই বিওপির নাঃ সুবেঃ মোঃ মতিউর রহমান এর নেতৃত্বে একটি টহল দল রবিবার সকালে সীমান্ত মেইন পিলার ১২০৫ এর নিকট হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দশঘর নামক স্থান হতে ৯ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ এবং ১ বোতল ওকেন গ্লো মদ আটক করে। একইদিনে সুনামগঞ্জ এর অধীনস্থ মাঠগাঁও বিওপি’র হাবিলদার মোঃ আব্দুল রাজ্জাক এর নেতৃত্বে একটি টহল দল সীমান্ত মেইন পিলার ১২২৪ এর নিকট হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম মাঠগাঁও নামক স্থান হতে ২৪ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ আটক করে বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা উক্ত ভারতীয় মদ এবং গরু ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি সদস্যগণ পরিত্যক্ত অবস্থায় বর্ণিত মদ এবং মালিকবিহীন অবস্থায় গরুগুলো আটক করে। এ ব্যাপারে মামলা দায়ের পূর্বক পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক নাসির উদ্দিন আহমেদ, পিএসসি বিষয়টি নিশ্চিত করেন।