মিয়ানমারের সকল পণ্য বর্জন করুন ——–সিলেট বিভাগ গণদাবী পরিষদ

36

সিলেট বিভাগ গণদাবী পরিষদের সভায় মুসলিম রোহিঙ্গাদের নিধনযজ্ঞে মিয়ানমার যেভাবে মানবাধিকার লংঘন করছে তা বিশে^র সকল ইতিহাসকে ছাড়িয়ে গেছে। শনিবার বিকাল ৪ টায় সিলেট মহানগরীর পুরান লেনস্থ সমবায় ভবনের কার্যালয়ে পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক এম. শফিকুর রহমানের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল ইসলাম মিঠুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় নেতৃবৃন্দ বলেন, মিয়ানমার ষ্টেট কাউন্সিলর অং সান সুচি ও সেনাবাহিনী প্রধান জেনারেল মিন অং হিলাইং এর বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করার জোরালো দাবী জানান। সভায় নেতৃবৃন্দ বলেন, কক্সবাজারে রোহিঙ্গা বিভিন্ন শরনার্থী শিবিরে বিশুদ্ধ পানি সরবরাহ সহ পয়নিষ্কাশন ব্যবস্থা করার উদাত্ত আহবান জানানো হয়।
সভায় বিশে^র মাঝে সবচেয়ে জাতিগত নিরীহ মিয়ানমারের নৃগোষ্ঠী রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়। তাদের দেশে সরকার ও সামরিক বাহিনী রোহিঙ্গাদের জোরপূর্বক ধর্ষণ, সম্পদ লুন্ঠন ও গণহত্যা চালাচ্ছে যা বিশ^ বিবেক দর্শক হয়ে বসে থাকতে পারে না। সে জন্য মিয়ানমারের সকল পণ্য এদেশে বর্জন করার অনুরোধ জানানো হয়।
সভায় বক্তারা বলেন, দেশে ক্রমাগত চালের দাম বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করে অবৈধভাবে চাল মজুতদারির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করলে এর জন্য সরকারকে চরম মূল্য দিতে হবে। সভায় চালের দাম দরিদ্র জনগোষ্ঠীর ক্রয় ক্ষমতার মধ্যে সীমা রাখার আহবান জানানো হয়।
সভায় বক্তব্য রাখেন পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মো: আব্দুস সাত্তার, এডভোকেট মহিউদ্দিন, মাওলানা উসমান আলী, শাহ ইব্রাহীম আলী, কামিনী বৈদ্য, মইনুল ইসলাম, মো: পানুর রহমান পানু, মো: সেলিম আহমদ, মো: জাহিদ খান, শিমুল আহমদ, মো: নুরুল আমীন প্রমুখ। বিজ্ঞপ্তি