ওসমানীনগরে রাস্তার কাজের উদ্বোধনকালে এহিয়া এমপি ॥ পল্লীবন্ধুর নেতৃত্বে জাতীয় পার্টি দেশের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে

32

ওসমানীনগর থেকে সংবাদদাতা :
বন ও পরিবেশ সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এমপি ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া বলেছেন, বর্তমান সরকারের আমলে দেশ এখন অনন্য সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে। এই সাফলতার জন্য বর্হিবিশ্বে বাংলাদেশের মুখ উজ্জল হয়েছে। গ্রামীণ অবকাটামোগত উন্নয়নে বিশ্বাসী হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টি সব সময়ই দেশের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় বাংলাদেশ এখন উন্নয়নের  রোল মডেলে পরিণত হয়েছে। তিনি বলেন, এ বছরের স্থায়ী বন্যায় গ্রামীণ জনপথের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও সরকারের পক্ষে তা কাটিয়ে ওঠা সম্ভব। বন্যায় যে সব এলাকার রাস্তা-ঘাটের ক্ষতি হয়েছে তা শিগগিরই মেরামত ও সংস্কারের জন্য সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। এসব প্রকল্প বাস্তবায়ন হওয়ার সাথে-সাথেই ক্ষতিগ্রস্ত এলাকায় কাজ শুরু হবে। শনিবার দুপুরে ওসমানীনগরের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পল্লী সড়ক ও কালভার্ট মেরামত প্রকল্পের আওতায় বিশ্বনাথ জিসি-নতুন বাজার-কুরুয়া সড়ক রক্ষণাবেক্ষণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তৃতায় এসব কথা বলেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য আশিক মিয়া, ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সহিদ উল্যা, উপজেলা সহকারী এলজিইডি প্রকৌশলী আব্দুর রহিম, উপজেলা জাপা’র সভাপতি সুফি মাহমুদ, সাধারণ সম্পাদক মকবুল হোসেন, সহ-সাধারণ সম্পাদক সৈয়দুল ইসলাম সৈয়দ, ইউপি সদস্য আফরোজ আলী, আছমা বেগম, রাবেয়া বেগম, দয়ামীর ইউনিয়ন জাপা’র সভাপতি তেরাব আলী, সাধারণ সম্পাদক নেছাওর আলী, আওয়ামীলীগ নেতা আব্দুস শহিদ, যুবলীগ নেতা ছালেহ আহমদ, জাপা নেতা আব্দুল খালেক, দেলোয়ার হোসেন, জামাল আহমদ, শাহীন আহমদ, সাহিদ আহমদ, এপল রহমান ও অমিত মিয়া প্রমুখ।