কানাইঘাট ও গোলাপগঞ্জ থেকে জাল টাকাসহ ৪ জন গ্রেফতার

22

স্টাফ রিপোর্টার :
কানাইঘাট ও গোলাপগঞ্জ থেকে জাল টাকা ও এক মহিলাসহ ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯’র সদস্যরা। শুক্রবার দুপুরে ও বৃহস্পতিবার বিকেলে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে- গোলাপগঞ্জ থানার লামা চন্দরপুর গ্রামের বাসিন্দা সিরাজ উদ্দিনের স্ত্রী আফিয়া বেগম (৪৫), বিয়ানীবাজারের ঘুঙ্গিদিয়া গ্রামের মৃত মিছির আলীর পুত্র ময়নুল ইসলাম (৪১), কানাইঘাটের দর্পননগর পশ্চিম কয়রটি গ্রামের রফিক আলীর পুত্র আব্দুল্ল¬াহ (২৮) ও বিয়ানীবাজারের ঘুঙ্গিদিয়া মাজরটিলা গ্রামের মৃত খলিলুর রহমানের পুত্র জলাল উদ্দিন (৩৫) । এ সময় তাদের কাছ থেকে দেড় লক্ষাধিক টাকার জাল টাকা উদ্ধার করা হয়েছে।
র‌্যাব জানায়, গতকাল শুক্রবার দুপুরে র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামানের নেতৃৃত্বে গোলাপগঞ্জ থানার লামা চন্দরপুর গ্রামে অভিযান চালিয়ে আফিয়া বেগমকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে র‌্যাব সাড়ে ৫০ হাজার টাকা জাল নোট উদ্ধার করে। সে তার পরিবার নিয়ে ওই গ্রামের আজিজের বাড়িতে বসবাস করে আসছিলো। এ ঘটনায় গোলাপগঞ্জ থানায় ধৃত আফিয়া বেগমের বিরুদ্ধে মামলাও হয়েছে। এদিকে র‌্যাবের অপর একটি দল গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে কানাইঘাট থানার সড়কের বাজারের হারিছ চৌধুরী রোডে অভিযান চালিয়ে ময়নুল ইসলাম, আব্দুল্ল¬াহ ও জলাল উদ্দিনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ১ লাখ টাকার জালনোট উদ্ধারসহ একটি মোটরসাইকেলও আটক করে। গতকাল দুপুরে পুলিশ গ্রেফতারকৃতদেরকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে।