এই পৃথিবী

28

জাকারিয়া আনসারী

জীবনকে ভালোবেসে যাও,
তাকে খুঁজতে যেও না,
কিছুই নাই তার হাতে দেবার তোমায় ,
শূন্যতার নাম জীবতত্ত্ব
দিতে দিতে এক দিন তুমি,
উত্তর খুঁজে পাবে।

সেদিন তুমি মাটির কাছে,
আশ্রয় চাইবে।
আরোহণ-অবহরণ,
চলছে-চলবে জীবনচক্র,
ঘুরে-ঘুরে নাম গন্ধও থাকবে না।

আমার আর তোমার ইচ্ছে হলেই ,
সব ভেঙ্গে দিতে পারি না।
নিজের সুখ ছিনিয়ে আনা যায়,
এটি পৃথিবী,
নিয়মাবলি আছে,
আছে বিধিবিধান।
পরকালে করতে হবে জবাবদিহিতা।